চট্টগ্রাম টেস্ট: প্রথম দিনে সমান তালে লড়েছে আফগানরা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথম দিনে বাংলাদেশী বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিয়েছেন আফগান ব্যাটসম্যানরা। টাইগারদের সাথে লড়াই করে গেছেন সমান তালে।

টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান প্রথম সেশনে ৩ উইকেট হারালেও দ্বিতীয় ও তৃতীয় সেশনে হাত খুলেই খেলেছেন। দ্বিতীয় সেশনের শুরুতেই বৃষ্টি বাঁধা দিলে কিছুটা বিলম্বিত হয় মত্যাচ। তবে ম্যাচ শুর হলে আফগান ব্যাটসম্যানরা দেখাতে থাকেন তাদের ঝলক। আজগর আফগান ও রহমত শা মিলে ১২০ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। আফগানিস্তানের ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান রহমত শাহকে ব্যক্তিগত ১০২ রানে ফিরিয়ে দেন তরুণ স্পিনার নাইম হাসান। একই ওভারের শেষ বলে অভিজ্ঞ মোহাম্মদ নবীকে ফিরিয়ে দিলে বাংলাদেশ দল যেন কিছুটা হালে পানি পায়। কিন্তু এরপর সাকিব-মিরাজরা কেবল বলই করে গেছেন দেখা পাননি উইকেটের। ব্যাট হাতে আজগর আফগান অপরাজিত আছেন ৮৮ রানে ও আফসার জাজাই অপরাজিত আছেন ৩৫ রানে। ৫ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭১ রানে।

প্রথম দিনেআফগানিস্তান ব্যাটিং করেছে ৯৬ ওভার। বল হাতে নাইম ইসলাম ২টি, তাইজুল ২টি ও মাহমুদউল্লাহ র‍্যাদ নিয়েছেন ১টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »