নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দল এখন বিশ্বের ভয়ঙ্কর দলগুলোর একটি। বাংলাদেশ দল এখন কাউকেই ভয় পায় না। সকল দলকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আর বাংলাদেশ দলের এই ভালো খেলার জ্বালানি বাংলাদেশ দলের সমর্থকেরা। বাংলাদেশ দলের যে প্রান্তেই খেলা হোক না কেন বাংলাদেশ দলের সমর্থকেরা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে মাঠে ঠিক থাকবেই।
বাংলাদেশ দলের অনেক সমর্থক গ্রুপ রয়েছে। বাংলাদেশ দলের কিছু সমর্থক গ্রুপের মধ্যে জনপ্রিয় একটি সমর্থক গ্রুপ হচ্ছে Fans of BD Tigers। যাকে সংক্ষেপে FBT বলা হয়। এফবিটি গ্রুপের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের শাখা রয়েছে। এই তিনটি শাখায় অফলাইন এবং অনলাইনে সক্রিয় থাকে এফবিটি গ্রুপ। বাংলাদেশের খেলা হলেই মাঠে থাকে এফবিটির সদস্যরা।
চট্টগ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্টে মাঠে গিয়ে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়েছে এফবিটির চিটাগাং জোনের সদস্যরা। তারা মোট ১১ জন সদস্য মাঠে গিয়ে সাপোর্ট করেছে বাংলাদেশ দলকে। তাদেরকে স্পন্সর করেছে নিউজ ক্রিকেট ২৪ ডটকম।
এফবিটি চিটাগাং জোনের পরিচালক চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ নিউজ ক্রিকেটকে তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ” বাংলাদেশ দল চিটাগাংয়ে খেললে আমরা সমর্থন দিতে মাঠে আসি আমরা। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখবো। বাংলাদেশ দল সফলতা লাভ করুক এবং এই টেস্ট জয় পাক এই কামনা করি।”