চট্টগ্রামে রানের বন্যা দেখাতে চায় বরিশাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল। দলটির ব্যাটিং ইউনিট প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেওয়ার মত। যদিও মাঠের খেলায় এখনও জ্বলে উঠতে পারেননি বরিশালের ব্যাটাররা।

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা বরিশাল জিতেছে মাত্র একটি ম্যাচে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয় পাওয়া সেই ম্যাচটিতেও ব্যাটিং ইউনিট প্রত্যাশা পূরণের মত পারফর্ম করতে পারেনি। এর পরের দুই ম্যাচেও ব্যাটারদের ব্যাট ছিল মলিন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হাই স্কোরিং ম্যাচের জন্য বিখ্যাত। এখানকার উইকেট কাজে লাগিয়ে বরিশাল রানের বন্যা বইয়ে দিতে চায় তাদের পরবর্তী তিনটি ম্যাচে।

বরিশালের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন,’‘চট্টগ্রামের উইকেট খুব ভালো থাকে। টি-টোয়েন্টি ম্যাচ সবাই যেমন আশা করে এখানে এমনই হয়। দল হিসেবে গত দুই ম্যাচ হেরে আমরা একটু ব্যাকফুটে। অবশ্যই দাপটের সাথে ঘুরে দাঁড়াতে চাই। উইকেট ভালো থাকবে যেহেতু, আমার কাছে মনে হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। ইনশাআল্লাহ্‌ জেতার জন্য মাঠে নামব।’’

চট্টগ্রামে রানের বন্যা বইয়ে দেওয়ার লক্ষ্য বরিশালের
বরিশালে আছেন গেইল-ব্রাভোর মত বিধ্বংসী ক্রিকেটার।
একাদশের প্রায় সবাই-ই ভালো ব্যাট করার সামর্থ্য রাখেন। সোহানও মানছেন, ব্যাটিংই দলটির ভরসার জায়গা।

তিনি বলেন,’‘আমাদের দলে ৮-৯ জন ব্যাটার আছে। ব্যাটিং আমাদের একটা মূল ভরসার জায়গা। মিরপুরের তিন ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে সেভাবে কিছু করতে পারিনি। এই উইকেটে ছন্দ ফিরে পাওয়ার বড় সুযোগ।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »