চট্টগ্রামে ভিআইপি বক্সের গ্লাস ভাঙলেন রশিদ খান!

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিস করছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। তখনই ব্যাট হাতে বড় একটি শট খেলেন তিনি। রশিদের শট করা ওই বলটি সয়াসরি গিয়ে আঘাত হানে ভিআইপি বক্সের গ্লাসে। ফলে গ্লাসটি ভেঙে চূর্ণ হয়ে যায়।

গ্লাস ভাঙার পর তার সাথে ঠাট্টা করে যখন বলা হয় এখন আরও একটি গ্লাস ভেঙে দেখান তখন জবাবে তিনি বলেন, ‘আবারও গ্লাস ভাঙলে আমাকে মেরেই ফেলবে ওরা!’

ত্রিদেশীয় সিরিজে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে জিম্বাবুয়ের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে মাঠে নামছে আফগানরা। অন্যদিকে সিরিজের ফাইনাল খেলা থেকেও ছিটকে গেছে হ্যামিল্টন মাসাকাদজার দল। নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটা জয় নিয়েই ফিরতে চাইবে মাসাকাদজা। অন্যদিকে এখন পর্যন্ত কখনোই জিম্বাবুয়ের বিপক্ষে না হারা আফগানরা জয়ের ধারা বজায় রাখতে চাইবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »