চট্টগ্রামের সামনে মামুলি লক্ষ্য দাঁড় করালো সি‌লেট থান্ডার

শোয়েব আক্তার »

বঙ্গবন্ধু বাংলা‌দেশ প্রি‌মিয়ার লীগ বা বি‌বি‌পিএল এর দশম ও আজ‌কের দি‌নের দ্বিতীয় ম্যা‌চে চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স কে ১২৮ রা‌নের টা‌র্গেট দি‌য়ে‌ছে টুর্নামে‌ন্টে এখনও কোন জয় না পাওয়া সি‌লেট থান্ডার।

ট‌সে জি‌তে চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স দ‌লের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রথ‌মে ফি‌ল্ডিং করার সিদ্ধান্ত নেন। অ‌ধিনায়‌কের সিদ্ধা‌ন্তের যথার্থতা প্রমাণ ক‌রে শুরু‌ থে‌কেই আক্রমনাত্মক ও নিয়‌ন্ত্রিত বো‌লিং ক‌রে চা‌পে ফে‌লে দেন সি‌লেট থান্ডারের ব্যাটসম্যান‌দের।

ই‌নিং‌সের চতুর্থ ওভা‌রের প্রথম ব‌লে দলীয় ১৩ ও ব্য‌ক্তিগত ২ রা‌নে র‌নি তালুকদার‌কে বোল্ড ক‌রেন মে‌হেদী হাসান রানা। প‌রের ওভা‌রের চতুর্থ ব‌লে ওয়ান ডাউ‌নে খেল‌তে নামা শ‌ফিকউল্লাহ(৬) কে নুরুল হাসা‌নের ক্যাচ বানি‌য়ে প্যা‌ভি‌লিয়‌নে ফেরত পাঠান রু‌বেল হো‌সেন।

শুরুর ব্যা‌টিং বিপর্যয় সাম‌লে দল‌কে বড় সংগ্রহ দেওয়ার ল‌ক্ষ্যে জুটি গ‌ড়েন আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ মিঠুন। ৩৩ ব‌লে ৩৯ রা‌নের পার্টনার‌শিপ ভা‌ঙ্গে দশম ওভা‌রের প্রথম ব‌লে মুক্তার আলীর স্লোয়া‌রে বোকা ব‌নে সরাসরি বোল্ড হ‌য়ে ফ্লেচার(৩৯) আউট হ‌য়ে গে‌লে।

মে‌হে‌দি হাসান রানার করা বা‌রো তম ওভা‌রের প্রথম ও শেষ ব‌লে মোহম্মদ মিঠুন(১৫) ও জনসন চার্লস(৩) আউট হ‌য়ে গে‌লে বড় সংগ্র‌হের স্বপ্ন ফি‌কে হ‌য়ে যায় সি‌লেট থান্ডারের।

‌শেষ দি‌কে সি‌লেট থান্ডা‌রের অধিনায়ক মোসাদ্দেক হো‌সেন সৈকতের ২২ ব‌লে ৩০ রা‌নের উপর ভর ক‌রে নির্ধা‌রিত ২০ ওভা‌রে ৮ উইকেট হা‌রি‌য়ে স্কোরবো‌র্ডে মাত্র ১২৭ রান জমা‌তে পা‌রে তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জা‌র্সের প‌ক্ষে মে‌হে‌দি হাসান রানা ৪টি, রু‌বেল হো‌সেন ও মুক্তার আলী ২ টি, নাসুম আহ‌মেদ ও উইলিয়ামস ১ টি ক‌রে উইকেট লাভ ক‌রেন।

১২৮ রা‌নের টা‌র্গে‌টে ব্যাট কর‌তে কিছুক্ষ‌ণের ম‌ধ্যে মা‌ঠে নাম‌বে চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »