চট্টগ্রামের আস্থার প্রতিদান দিতে চান মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে মেহেদি হাসান মিরাজ। আর সেখানে নিজের সেরাটা দিয়ে চট্টগ্রামের আস্থার প্রতিদান দিতে চান এই অলরাউন্ডার।

বিপিএলের এবারের আসরে চট্টগ্রামের জার্সিতে খেলবেন মিরাজ। এর আগে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স এবং রাজশাহীর হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। যেখানে রাজশাহীর হয়ে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

চট্টগ্রামের জার্সিতে প্রথমবার খেলার সুযোগ পেয়েই নেতৃত্ব পেয়েছেন মিরাজ। এমন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত মিরাজ। তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের নিয়ে গড়া দল নিয়ে খুশি তিনি।

দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় মিরাজ বলেন,’‘আলহামদুলিল্লাহ, আমি এ বছর চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে। নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দিতে চেষ্টা করবো। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে; যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে।”

দলের অভিজ্ঞ ক্রিকেটাররা সহযোগিতা করলে অধিনায়ক হিসেবে কাজটা সহজ হবে বলে মনে করেন চট্টগ্রামের অধিনায়ক।

মিরাজ বলেন,”কর্তৃপক্ষ তরুণদের ওপর আস্থা রেখেছেন। আমি মনে করি, আমাদের সকলের চ্যালেঞ্জ নিতে হবে, এটা আমাদের দায়িত্ব। দলে একাধিক সিনিয়র খেলোয়াড় রয়েছেন, যারা অনেকদিন বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। আমি তাদের সহযোগিতা চাচ্ছি। সকলে সহযোগিতা করলে অধিনায়ক হিসেবে আমার কাজটা সহজ হবে। দলকে ভাল একটা জায়গায় দাড় করাতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। সমর্থকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সেরাটা দিয়ে ভাল কিছু করতে চেষ্টা করবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »