নিউজ ডেস্ক »
ঘূর্ণিঝড় আম্পানের কারণে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূল অঞ্চলের বেশ কয়েকটি জেলাই বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বিভিন্ন জায়াগায় গাছ চাপায় ও পানিতে ডুবে মারাও গিয়েছেন বেশ কয়েকজন। মৌসুমি ফল আম, ঘরবাড়ি সহ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন গবাদিপশুর ফার্মেও।
ঘূর্ণিঝড় আম্পানের কবল থেকে রক্ষা পায়নি সাবেক পেসার সৈয়দ রাসেলের সৈয়দ এগ্রো ফার্মও। যশোরের ঝিকরগাছার সৈয়দ এগ্রো ফার্মের এখন লন্ডভন্ড অবস্থা। নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে সৈয়দ রাসেল জানান, ‘ প্রায় ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে তার ফার্মে। ৩ টি টিনের শেড ঝড়ে উড়ে গেছে আরেকটির অবস্থাও ভঙ্গুর প্রায়। সম্পূর্ণ ফার্ম মেরামত করতে প্রায় ৫ লাখ টাকার মতো খরচ হবে বলে জানান তিনি।’
ঘূর্ণিঝড় আম্পানের এই ভয়াল থাবায় উপকূল অঞ্চলের জনজীবন এক প্রকার বিপর্যস্ত। বিভিন্ন এলাকায় নৌ বাহিনী ও সরকারি ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতি সামাল দিতে এই মূহুর্তে সরকারি অর্থ বরাদ্দও বেশ দরকার। ঘূর্ণিঝড় আম্পানের থাবায় তাই ক্রিকেটার সৈয়দ রাসেলের মতো এমন অনেককেই প্রায় বড় অংকের লোকসান গুনতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ৩:১৫ পিএম
নিউজক্রিকেট/এইচএএম