ঘরোয়া ক্রিকেট হচ্ছে না বিকেএসপিতে!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঘরোয়া ক্রিকেট আয়োজনের জন্য আর মাঠ দিতে রাজি নয়। এতদিন ধরে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ ঘরোয়া ক্রিকেটের জন্য ব্যবহৃত হলেও সেটা আর দিবে না বিকেএসপি।

বাংলাদেশের ক্রিকেটের যে ঘরোয়া টুর্নামেন্টগুলো হয় যেমন- বিসিএল, এনসিএল, ডিপিএল। এইসব টুর্নামেন্ট আয়োজনের জন্য বিকে এসপির ৩ ও ৪ নম্বর মাঠ ব্যবহারের জন্য বিসিবি চুক্তি করে বিকেএসপির সাথে। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হবার ফলে নতুন করে আর চুক্তি করতে চাচ্ছে না বাংলাদেশ ক্রীড়া সিক্ষা প্রতিষ্ঠান।

দেশের ক্রিকেটের মাঠ সঙ্কট রয়েছে সেটা অস্বীকার করারকোনো সুযোগ নেই। তবে একসাথে যদি দুইটা মাঠ হাতছাড়া হয়ে যায় তাহলে বেশ বিকাপেই পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

অবশ্য বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনান্ম জানিয়েচেন দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এই সমস্যা সমাধান করার কথা। ‘আমাদের সুযোগ থাকবে বিকেএসপিতে আমরা সেটা আশা করবো। দুই পক্ষের আলোচনার মাধ্যমেই সেটা হবে। আমাদের সেখানে বিনিয়োগ রয়েছে। দুইতা মাঠই আমরা তৈরি করে দিয়েছি।’

উল্লেক্য, বিকেএসপিতে নারী ক্রীড়া ইনস্টিটিউট করতেই ৪ নম্বর মাঠটি ব্যবহার করার কথা ভাবছে বিকেএসপি। তাই সেখানে ঘরোয়া ক্রিকেটের আসর আয়োজন করতে চাচ্ছে না তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »