হাসান আল মারুফ »
বাংলাদেশ নারী ক্রিকেট দলের আইকন বলা হয় সালমা খাতুনকে। বাংলাদেশ প্রমীলা দলকে সার্ভিস দিয়ে আসছেন আজ অনেকদিন। দেশের ক্রিকেটের অন্যতম এই স্টার এখন গৃহবন্দী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঠের ক্রিকেট বন্ধ চার মাস ধরে।
ঘরে বসে সময় কেমন কাটছে সালমা খাতুনের, অবসর সময়ে কি করছেন এসবই জানার চেষ্টা করেছেন নিউজ ক্রিকেট ২৪ ডট কমের প্রতিবেদক।
পাঠকদের জন্য পুরো সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো।
নিউজক্রিকেট২৪ঃ করোনার কারণে খেলা তো বন্ধ। তো নিজেকে কিভাবে ফিট রাখছেন?
সালমা খাতুনঃ বাসায় ফিটনেসের কাজ হচ্ছে। বাট মাঠ ছাড়া তো ব্যাটিং-বোলিং করতে পারছিনা।
নিউজক্রিকেট২৪ঃ সেক্ষেত্রে আপু বিসিবি বা যারা ফিটনেস ট্রেনার আছে তাদের থেকে কোনো নির্দেশনা পেয়েছেন?
সালমা খাতুনঃ আসলে ওইভাবে হচ্ছে না।আমাদের যে ফিজিও আছে উইমেন্স টিমের তারাই সাজেস্ট করছে।
নিউজক্রিকেট২৪ঃ এই যে করোনার কারণে একটা গ্যাপ। মাঠে থাকা এক জিনিস আবার বাসায় থাকা আরেকরকম, তো মানসিক ব্যাপার বড় একটি বিষয়। এটা কতটুকু চ্যালেঞ্জিং হবে?
সালমা খাতুনঃ ব্যাটিং-বোলিং মাঠে কিছুদিন প্র্যাকটিস করলেই হবে। কিন্তু ফিটনেসটা বাসায় ধরে রাখতে হবে। ফিটনেস কাভার করে রাখতে পারলে মাঠে সমস্যা হবে না।
নিউজক্রিকেট২৪ঃ ঘরোয়া ক্রিকেটে তো আপনাদের টুর্নামেন্ট কম থাকে। আপনাদের বিশ্বকাপও ভালো যায়নি সেক্ষেত্রে কি মনে করেন টুর্নামেন্ট বাড়ানো উচিত কিনা?
সালমা খাতুনঃ দেখেন টুর্নামেন্ট তো মার্চের ২৭ তারিখ হওয়ার কথাই ছিলো কিন্তু করোনার কারণে তো হলো না। আমাদের পরিকল্পনা আছে এই নিয়ে। আমরা বলার আগে বিসিবি থেকেই এটা বলেছে। সবকিছু ঠিক হলে অবশ্যই তখন লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
নিউজক্রিকেট২৪ঃ ঘরোয়া লীগ তো সেক্ষেত্রে কম খেলেছেন অভিজ্ঞতা টা কেমন?
সালমা খাতুনঃ অল্প বলতে ন্যাশনাল লীগ বা প্রিমিয়ার লীগেও কিন্তু টিম বেড়েছে একেবারে যে আমরা কম খেলছি তা কিন্ত না। মেয়েরা আগে ৮ টা খেলতো এখন ১০ টা টিম। যত দিন যাবে টিম বাড়বে, ম্যাচ বাড়বে আশা করি।
নিউজক্রিকেট২৪ঃ আপু অনেক ক্ষেত্রেই অল্প কিছু ঘরোয়া ম্যাচ খেলেই জাতীয় দলে সুযোগ পাচ্ছে অনেকে। তো ঘরোয়া ক্রিকেটে ম্যাচ বেশি খেলে যদি আন্তর্জাতিক ক্রিকেটে আসে সেটা কি
বেশি ভালো হয়?
সালমা খাতুনঃ দেখেন যারা ডাক পাচ্ছে ন্যাশনাল টিমে আপনার ভালো খেলেই কিন্তু সুযোগ পাচ্ছে। ডাক পাওয়ার পর আমাদের যারা কোচ থাকে তারা কিন্ত এদের আবার দেখতেছে পাইপলাইনে রাখার জন্য। ঘরোয়া লীগের কারণেই কিন্তু প্লেয়ার পাচ্ছি আমরা। আমাদের নিয়ে বিসিবির পরিকল্পনাও আছে বেশ। আমাদের একটি ‘এ’ টিম ও করা হয়েছে এর জন্য।
নিউজক্রিকেট২৪ঃ বাংলাদেশ দলের সিনিয়র নারী ক্রিকেটার হিসেবে যারা ভবিষ্যতে দলে আসবে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন?
সালমা খাতুনঃ একটাই পরামর্শ যারা ক্রিকেট খেলে সবাই যাতে বাসায় থেকে ফিটনেসটা ঠিক রাখুক যাতে মাঠে ফিরতে পারলে যাতে ক্রিকেটে মন দিতে পারে।
নিউজক্রিকেট২৪ঃ নিউজ ক্রিকেট ২৪ ডট কমের পক্ষ থেকে ধন্যবাদ
সালমা খাতুনঃ আপনাকেও ধন্যবাদ এবং নিউজ ক্রিকেট ২৪ ডট কমের সকল পাঠকদের জন্য শুভেচ্ছা।