নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ প্রাক–বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ লাওস। অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয়ে লাওসের বিপক্ষে এগিয়ে থেকেই ঘরের মাঠে নামবে স্বাগতিকরা। যদিও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দুই দলই আত্মবিশ্বাসের সাথে জানিয়েছে জয়ের প্রত্যাশা। বঙ্গবন্ধু স্টেজিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বে লাওসের মাটিতে বাংলাদেশের ১-০ গোলের জয়। দ্বিতীয় লেগে ঘরের মাঠে লাওসকে আতিথ্য দিবে লাল সবুজের প্রতিনিধিরা। চেনা কন্ডিশনে এগিয়ে থাকা বাংলাদেশ আত্মবিশ্বাসী। তবে কোচের দৃষ্টি আগের ম্যাচের ভুল শোধরানো। তাই সর্বোচ্চ সতর্ক স্বাগতিক কোচ জেমি ডে। তিনি বলেন, ‘জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। তবে গেলো ম্যাচে বেশ কিছু ভুল ছিল। সেই ভুলগুলো নিয়ে কাজ করেছি। আশা করি এ ম্যাচে সেই ভুলগুলো শুধরে নেবে ফুটবলাররা। এ ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামবো। কারণ ম্যাচটা সামনের দিনগুলোর জন্য গুরুত্বপূর্ণ।’
জেমি ডের অধীনে লাওসের বিপক্ষে শতভাগ জয় রয়েছে বাংলাদেশের। নতুন স্বপ্ন দেখানো বাংলাদেশ এখন অনেকটাই গোছানো। গোলপোস্টে অতন্দ্র প্রহরী আশরাফুল রানা। সবশেষ দুই ম্যাচে গোল হজম না করে রক্ষণ সামাল দিচ্ছেন বাদশা, নাসির, ইয়াসিনরা। সুফিল, রবিউল, জীবনরা প্রতিদান দিয়েছেন আক্রমণ ভাগে। মধ্য মাঠে জামাল, ইমন বাবুরা ত্রাতা হচ্ছেন।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া বলেন, ‘এটি এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ, আমরা জিততে না পারলে পরের বছর আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো না। সবাই প্রস্তুত। আমরা ম্যাচটা জিততে চাই।’
টানা দুই ম্যাচ বাংলাদেশের কাছে হেরে ব্যাকফুটে লাওস। তাদের কোচও এগিয়ে রাখছেন স্বাগতিকদের। তবে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ বলে তাদের চোখও জয়ের দিকে। তাই বাংলাদেশকে আটকাতে দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করছেন তারা। কিছু ফুটবলার প্রথম লেগে বাংলাদেশকে ভুগিয়েছে বেশ। সৌক আপন, কিউহানামরা এ ম্যাচেও ভয়ের কারণ হতে পারে বাংলাদেশের জন্য। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের টিকিয়ে রাখতে ছাড় দিতে নারাজ সফররতরা।
লাওস কোচ সুন্দারামমুর্থি বলেন, ‘আমরা হোম ম্যাচ হেরেছি। স্বাভবিক ভাবে এবারো এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে আমরা ওদের কিছু দুর্বল জায়গাও খুঁজে পেয়েছি। এ ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছি না।’