ঘরের মাঠে খেলা বলেই জয়ের স্বপ্ন দেখছি – মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একটা সময় ছিলো যখন টেস্ট ক্রিকেটে জয়ের স্বপ্ন দেখাটাকে বাড়াবাড়ি মনে হতো। কিন্তু সময় পাল্টেছে। সাম্প্রতিক বছরগুলোতে টেস্টে জয় এসেছে অনেক বাঘা বাঘা দলের বিপক্ষে।

৫ সেপ্টেম্বর থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। এই ফরম্যাটে এবারই প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে এই দু’দল। আফগানরা টেস্ট স্ট্যাটাস পেয়েছে খুব বেশিদিন হয় নি। আর তাই অভিজ্ঞতার বিচারে টিম টাইগার্স অনেক এগিয়ে। টেস্ট ক্রিকেটের আঙিনায় নবীন হলেও আফগানদের দ্রুত উন্নতি অবশ্যই যথেষ্ট সমীহ জাগানিয়া।

তবে এই টেস্টে জয়ের স্বপ্নই দেখছে বাংলাদেশ। নিজেদের ঘরের মাঠের চেনা কন্ডিশনে বাংলাদেশই থাকবে এগিয়ে এমনটাই মনে করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার মতে ঘরের মাঠে খেলা হবে আর এজন্যই আফগানদের থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ।

মিরাজ বলেন, “ক্রিকেটাররা শতভাগ দেবার চেষ্টা নিয়েই মাঠে নামবে। যেহেতু ঘরের মাঠে চেনা কন্ডিশনে খেলা তাই আমরাই এগিয়ে থাকবো। আর শক্তিমত্তা ও অভিজ্ঞতার বিচারেও তারা আমাদের থেকে দুর্বল। আমরা যদি নিজেদের সেরাটা দিতে সক্ষম হই তাহলে অবশ্যই ম্যাচ জেতার একটি ভালো সুযোগ থাকবে আমাদের সামনে।”

নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিয়েছিলেন ক্রিকেটাররা। দীর্ঘ ক্যাম্প শেষে দুই দলে ভাগ হয়ে খেলা হয়েছে প্রস্তুতি ম্যাচও। বলা যেতে পারে অনেকটাই উজ্জীবিত টিম টাইগার্স।

মিরাজ আরো জানান, “আমরা সবাই অনেক ভালো অনুশীলন করেছি। গত ১০-১২ দিন দলের সবাই খুব পরিশ্রম করেছে। আর এজন্যই আশা করছি পরিশ্রম অনুযায়ী ভালো ফল পাবো আমরা।”

উল্লেখ্য, স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »