দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের সিলেট পর্ব শুরু হয়েছে আজ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট থান্ডার এবং কুমিল্লা ওয়ারিয়র্স। সিলেট থান্ডারকে রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।
টস জিতে স্বাগতিক সিলেট থান্ডার প্রথমে বল করার সিদ্বান্ত নেন সিলেট থান্ডারের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন কুমিল্লার দুই ওপেনার ভেন জিল ও উপল থারাঙ্গা। কিন্তু এর পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে বিপর্যয়ে পড়ে তারা। দ্রুত ফিরে যান অধিনায়ক সৌম্য সরকার এবং ইয়াসির আলী। এর একটু পরেই ফিরে যান মারমুখী ভঙ্গিতে থাকা থারাঙ্গা। তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৫ রান। সিলেট থান্ডার অধিনায়ক আন্দ্রে ফ্লেচার দারুণ এক ক্যাচ নিলেও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে।
এবাদত, রাদারফোর্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যর্থ হয়েছে কুমিল্লার মিডল অর্ডার। তবে উইকেটে সেট হয়েও ব্যর্থ হয়েছেন
সাব্বির রহমান। টূর্ণামেন্টের শুরু থেকেই ধীরগতির ব্যাটিং করছেন সাব্বির। আজও তার ব্যতিক্রম ছিল না। ২৫ বল খেলে মাত্র ১৭ রান করে রাদারফোর্ডের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন সাব্বির।
১৬ ওভারে স্কোরবোর্ডে ১১৩ রান যোগ করতেই কুমিল্লা হারিয়ে ফেলে ৬ উইকেট। শেষ চার ওভারে কুমিল্লা ৩ উইকেট হারিয়ে যোগ করে ২৭ রান। জয়ের জন্য সিলেট থান্ডারের প্রয়োজন ১৪১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ওয়ারিয়র্স: ১৪০/৯ (থারাঙ্গা ৪৫, অঙ্কন ১৯, সাব্বির ১৭, এবাদত ৩/৩৩, গাজী ২৩/২)