গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটনের দল সারে

নিউজ ডেস্ক »

প্রথমবারের মত গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে ফাইনাল খেলার স্বাদ পেতে যাচ্ছেন বাংলাদেশী ব্যাটার লিটন কুমার দাস। প্রথম কোয়ালিফাইয়ারে ৩৮ রানের জয়ে ফাইনালে জায়গা করে নিলো লিটনের সারে জাগুয়ার্স।

ফাইনালে যাওয়ার মিশনে খেলতে নামা লিটন এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আবারো। গ্লোবাল টি-টোয়েন্টির এই আসরে এখন পর্যন্ত মাত্র একটি ফিফটির দেখা পাওয়া লিটন এদিন আউট হয়েছেন ১৯ বলে ১৬ রান করে। তাঁর এই ইনিংসে ছিলো একটি চার ও একটি ছক্কার মার।

ব্যাটিং বিপর্যয়ে পড়া এই দলটার হাল ধরেন দলীয় অধিনায়ক ইফতিখার আহমেদ ও আরব আমিরাতের অলরাউন্ডার আয়ান খান।৪৩ রানের পার্টনারশিপ ভেঙে আয়ান ফিরে গেলে একা হাতে লড়েন ইফতিখার। লো স্কোরিং এই ম্যাচে দলীয় অধিনায়কের ৩৬ রানের ইনিংসের উপর ভর করে ১৩৯ রান সংগ্রহ করে সারে।

১৪০ রানের সহজ লক্ষ্যমাত্রাটাও কঠিন হয়ে যায় ভ্যাঙ্কুভারের জন্য। একের পর এক উইকেট হারাতে থাকলে জয়ের স্বপ্নে ভাটা পড়ে তাদের। ১৬.৪ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় ভ্যাঙ্কুভার। আর ৩৮ রানের সহজ জয়ে ফাইনালে জায়গা করে নেয় সারে জাগুয়ার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »