নিউজ ডেস্ক »
কাঁধের ইনজুরি বেশ ভোগাচ্ছে ইংলিশ তারকা লেগস্পিনার আদিল রশিদকে। সাদা বলে বিশ্বকাপ খেললেও টেস্ট ক্রিকেট সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালের জানুয়ারী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাঁধের চোটের কারণে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলতে পারেননি এই লেগস্পিনার। তবে এ বছর গ্রীষ্মের শেষে অর্থাৎ সেপ্টেম্বরের দিকে টেস্ট ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আদিল রশিদ।
ক্রিকেটের সবথেকে বড় ফরম্যাটে ফেরা নিয়ে আদিল রশিদ বলেন,’ এবার সেপ্টেম্বরে যদি আমার কাঁধটি শতভাগ ঠিক হয় এবং আমি অনুভব করি যে আমি আবার লাল বলে ফিরে যেতে পারি, তবে এটিই আমি বিবেচনা করব।’
শতভাগ সুস্থ হয়েই আগামী অ্যাশেজ খেলতে চান এই ইংলিশ তারকা। আদিল রশিদ বলেন,‘ আমি যদি এখন লাল বলে না ফিরে শুধুই সাদা বলে খেলি তবে আগামী অ্যাশেজ সিরিজটি মিস করবো। যা আমি কখনই চাইবোনা।’
বর্তমান ইংল্যান্ড দলের দুই স্পিনার আদিল রশিদ এবং মঈন আলী। মঈন আলীকে বিশ্বমানের বোলার বলে আখ্যায়িত করেছেন আদিল রশিদ। রশিদ বলেন,‘ সে মঈন আলী একজন বিশ্বমানের বোলার। সে গত চার-পাঁচ বছর যাবৎ নিজেকে ইংল্যান্ডের একজন ম্যাচজয়ী হিসেবে প্রমাণ করেছে।’
তিনি আরও বলেন,’ যদি এই গ্রীষ্মে যদি কোন ক্রিকেট ম্যাচ খেলা হয় তবে তার নামটিও থাকবে। তিনি আবারও টেস্ট ক্রিকেটে ফিরবেন।’
নিউজ ক্রিকেট / কেএমএএইচ