গ্রিনিজের বরখাস্ত মানতে পারেননি আকরাম খান

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভূমিকা আছে ক্যারিবিয়ান সাবেক ক্রিকেটার গর্ডন গ্রিনিজ। ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। তার অধিনেই বাংলাদেশ অনেক পরিনত হয়। সে ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯৯ সালের পাকিস্তানকে হারায় । সে সময় পাকিস্তানকে হারানো সহজ কথা ছিলোনা।

পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচ জেতার পর খবর আসে গর্ডন গ্রিনিজের বরখাস্তের। সে সময় খেলোয়াড়থেকে শুরু করে মেনে নিতে পারেননি অনেকেই৷ তখনকার বাংলাদেশ দলের অধিনায়ক আকরান খানও এই ব্যাপারটি মানতে পারেননি।

সম্প্রতি তামিমের সাথে ফেসবুক লাইভে এসেছিলেন খালেদ মাসুদ পাইলট, আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নু। সে সময় বিশ্বকাপের কথা উঠে৷ কথার প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘শুনে অবাক হবে, বিশ্বকাপের ওই ম্যাচের দিন ছিলো গ্রিনিজের চুক্তির শেষ দিন। ওইদিন দুপুরে সে বরখাস্ত হয়। ড্রেসিং রুমে গিয়ে দেখি সে আমাদের থেকে বিদায় নিচ্ছে। বিষয়টা আমি মানতে পারিনি। যে লোক আমাদের জন্য এত কিছু করেছে তাকে এভাবে বিদায় দেয়াটা মানতে পারিনি। এখনো এই ব্যাপারটা খারাপ লাগে।’

কিছু বোর্ড কর্মকর্তা গ্রিনিজকে পছন্দ করতোনা বলে জানিয়ে আকরাম খান আরো বলেন,’দুঃখের কথা হলো,তার সাথে আমরা যা করেছি এটা অনেক দুঃখের একটা কাহিনী। পাকিস্তানের সাথে আমরা বিশ্বকাপের যে ম্যাচ খেলছি সেটা আমাদের বিশ্বকাপের শেষ ম্যাচ ছিল। কিছু বোর্ড কর্মকর্তা তাকে পছন্দ করতো না, যেটা বাংলাদেশে হয় সাধারণত।’

গর্ডন গ্রিনিজের ব্যাপারে আকরাম খান বলেন, ‘ও যখন আসেনি তখন আমরা ক্রিকেটের বাইরে কিছু জানতাম না। ও আসার পর আমাদের মানসিক আর শারীরিক ভাবে চাঙা করেছে। ও এসেই আমাদের নিজের মত করে নিয়েছিল।’

বাংলাদেশ সময়ঃ ২:০৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »