নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপি বলের বাংলাদেশ -ভারত দিবারাত্রি টেস্ট। ঐতিহাসিক এ-ই টেস্ট নিয়ে দুই বাংলার সমর্থকদের মধ্যেই রয়েছে নানান কৌতুহল। প্রস্তাব উত্থাপনের পর থেকেই আলোচনার তুঙ্গে এ-ই দিবারাত্রির টেস্ট। টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ইন্দোরে অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট। কলকাতার ইডেনে শেষ টেস্টটি হবে দিবারাত্রির, যা ভারত ও বাংলাদেশ দুই দলের ইতিহাসেই প্রথম।
ঐতিহাসিক এ-ই টেস্ট নিয়ে সিএবি ও আয়োজনের কমতি রাখেন নি। নিমন্ত্রণ জানিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রীকে। ব্যবস্থা করা হয়েছে রাজকীয় নৈশভোজের। অতিথিদের দেওয়া হবে দারুণ সব উপহার। এছাড়াও থাকবেন ভারতের বিভিন্ন ক্রীড়াঙ্গনে অবদান রাখা খেলোয়াড়দের। থাকবেন বাংলাদেশ প্রথম টেস্ট স্কোয়াডের খেলোয়াড়গণ। সবার জন্য রাজকীয় অভ্যর্থনার পাশাপাশি আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করা হয়েছে।
ঐতিহাসিক এ-ই টেস্ট নিয়ে দর্শকদের মধ্যেও রয়েছে অনেক কৌতুহল। অসুস্থ কিছু বাচ্চাকে নৈশভোজের বিরতিতে খেলার সুযোগ দেওয়া হবে। মূলত টেস্ট বিমুখ দর্শকদের মাঠে ফেরানোর জন্য নেওয়া এ-ই বিশেষ উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন ইতিমধ্যেই বিসিসিআই এবং সিএবি। ইতিমধ্যে ২২নভেম্বর টেস্টের প্রায়ই সব টিকিট বিক্রি হয়ে গেছে।
২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক টেস্টের প্রথম দিন থেকেই গ্যালারি ভর্তি দর্শক থাকবে এমনটা জানিয়েছে সিএবি। এ-র সংখ্যা আনুমানিক ৫০হাজারের অধিক হবে এমনটা জানিয়েছেন সিএবি কর্মকর্তাগণ। এ ব্যাপারে তারা টুইটার বিবৃতিতে বলেন – ‘ইডেন গার্ডেনে গোলাপি বলে ভারতের প্রথম দিবারাত্রির টেস্টে প্রথম তিন দিনের মধ্যে প্রতিদিন ৫০ হাজারের বেশি দর্শক হবে। টিকিটের চাহিদা আকাশচুম্বী।’
সিএবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন – ‘প্রথম তিন দিনের টিকিটের চাহিদা অনেক বেশি। ১৬ হাজারের মতো টিকিট ১৪ নভেম্বরের পর কাউন্টারে ছাড়া হবে। আমরা টইটম্বুর গ্যালারি আশা করছি’।
অনুমান করাই যায় এ-ই ইডেন টেস্ট কতোটা জাঁকজমকপূর্ণ হতে চলেছে। অপেক্ষা ২২নভেম্বরের।