নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ও ভারত প্রথম বারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলছে। ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। নিজ শহর কলকাতা গোলাপি রঙ্গে সাজিয়ে ইডেনে ম্যাচটি হবার সিদ্ধান্ত নেন। দিবারাত্রি ম্যাচটিতে, গতকাল প্রথম দিনেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারতের পেস বিভাগের সামনে মাএ ৩০.৩ ওভারে ১০৬ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের ঘর ছুঁতে পারেনি। সর্বোচ্চ ২৯ রান করেছে ওপেনার সাদমান। টানা টাইগার তিন ব্যাটসম্যান ফিরেছেন ০ রানে। ইশান্ত ২২ রানের বিনিময়ে নেন সর্বোচ্চ ৫টি উইকেট।
ইডেনে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হবার ব্যাটসম্যানরাই মূল কারণ দেখছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, ‘ম্যাচটিতে গোলাপি বল প্রভাব ফেলেছে মনে হলেও কার্যত এমন কিছুই হয়নি, বরঞ্চ ব্যাটসম্যানদের ব্যর্থতাই বাংলাদেশের জন্য ম্যাচটি কঠিন হয়ে গিয়েছে।’
তিনি আরো বলেন, ‘দিবারাত্রি টেস্ট ম্যাচটির প্রথম দিন গেল, আরো চারদিন বাকি আছে। বাংলাদেশী ব্যাটসম্যানরা খুব খারাপ খেলেছে। কেউ তেমন রান করতে পারেনি। ওদের খেলায় মনে হচ্ছে গোলাপি বল অনেক বেশি প্রভাব ফেলেছে। কিন্তু গোলাপি বলের তেমন কোনও প্রভাব নেই।’
অন্যদিকে ভারত ৪৬ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। বাংলাদেশী কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা না পেলোও পূজারা ও বিরাট কোহলি ইতিমধ্যে ফিফটি করে নিয়েছেন। পূজারা ৫৫ রানে ফিরে গেলো অধিনায়ক বিরাট কোহলি এখনো ৫৯ রানে অপরাজিত রয়েছে।