গোলাপি বলের লড়াইয়ে বাংলাদেশ শিবিরে যুক্ত হতে পারেন এই ওপেনার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্দোর টেস্টে বাংলাদেশ দলের ওপেনিং পজিশনের ব্যাটসম্যান এবং তাদের পারফরম্যান্স নিয়ে ছিলো নানা আলোচনা। কেননা অভিজ্ঞ ইমরুলের সাথে তরুণ সাদমানও যে ভুগেছে রান খরায়। দুই ইনিংস মিলিয়ে এই দুই ওপেনারের ব্যাট থেকে এসেছে মোটে ২৪ রান। তাদের এমন পারফরম্যান্সে, নির্বাচকরা বিকল্প ভাবনা ভাবলে দোষের কিছু হবে না। সেক্ষেত্রে দিবারাত্রির টেস্টে দলে আসতে পারেন চলতি ইমার্জিং কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা সৌম্য সরকার।

স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হেরে লজ্জায় মাথা কাটা পড়েছে বাংলাদেশ দলের। চলতি মাসের ২২ তারিখ শুরু হবে সিরিজের ২য় টেস্ট। আর এই টেস্টে ক্রিকেটাররা খেলবে গোলাপি বলে অর্থাৎ এটি দিবারাত্রির টেস্ট হতে চলেছে। যা অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।

কলকাতার ইডেন গার্ডেনের ঐতিহাসিক টেস্ট ম্যাচটি দিবারাত্রির। বাংলাদেশ-ভারত দুই দলই প্রথমবারের মতো গোলাপি বলের লড়াইয়ে মাঠে নামবে। আর এই ম্যাচে বাংলাদেশ দলে যুক্ত হতে পারেন সৌম্য সরকার। এর মূল কারণ ইন্দোর টেস্টে ওপেনারদের চরম ব্যর্থতা। সেক্ষেত্রে ইমরুল ও সাদমানের মধ্যে যেকোনো একজনের কপাল পুড়বে।

বাংলাদেশ দলের ভেতরের খবর জেনে কলকাতার একটি শীর্ষ দৈনিক জানায়, ‘সৌম্যকে দলে যুক্ত করার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।’

এছাড়াও তারা বিসিবির এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে জানায়, ‘ঢাকা থেকে কলকাতা মাত্র ৩০ মিনিটের দূরত্ব। নির্বাচকেরা চাইলে সৌম্যকে উড়িয়ে আনা হতে পারে। তাছাড়া টি-টোয়েন্টিতে সে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। আর তাই এ বিষয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, পারিবারিক কারণে ছুটি নেওয়ায় অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এ সিরিজে নেই। আর দেশসেরা এ ব্যাটসম্যানের অনুপস্থিতিতে ওপেনিং সমস্যা পোহাতে হচ্ছে বাংলাদেশ দলকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »