গেইলের আরও একটি রেকর্ড

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্রিস গেইলের রেকর্ড মানেই যেন ব্যাট হাতে ধুন্ধমার ব্যাটিং করে বোলারদের তুলোধুনো করা। তার দিনে যেকোনো প্রতিপক্ষের বোলাররা যে পালিয়ে বাঁচার চেষ্টা করে এতে নেই কোনো সন্দেহ। তবে সারা বিশ্বে ক্রিকেটের ফেরি করে বেরানো ক্রিস গেইলের এবারের রেকর্ডটি আর ব্যাট হাতে নয়।

চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শেলডন কটরেলের বলে হাশিম আমলা ক্যাচ তুলে দেন স্লিপে। যেখানে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে ছিলেন ব্যাটিং দানব গেইল। আর তখনই আমলার ক্যাচ তালুবন্দী করেন তিনি। আমলার ক্যাচ নেয়ার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক ক্যাচ নেয়ার রেকর্ড গড়েন তিনি।

আজকের ম্যাচে মাঠে নামার আগে একদিনের ক্রিকেটে ক্রিস গেইলের ক্যাচ সংখ্যা ছিল ১২০টি। অন্যদিকে এতদিন তার স্বদেশী কার্ল হুপারের ক্যাচ সংখ্যাও ছিল সমান। আজ (সোমবার) আমলার ক্যাচ নেয়ার মাধ্যমে কার্ল হুপারকে ছাড়িয়ে সবার উপরে চলে গেছেন গেইল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে সর্বাধিক ক্যাচ নেয়া তিন ক্রিকেটার

ক্রমিক নাম ম্যাচসংখ্যা ক্য্যাচ
ক্রিস গেইল ২৮৯ ১২১
কার্ল হুপার ২২৭ ১২০
ব্রায়ান লারা ২৯৫ ১১৭
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »