‘গুরু’ সাকিবের পরামর্শে অপুর সাফল্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন নাজমুল ইসলাম অপু। সিলেট সানরাইজার্সের এই স্পিনার বর্তমানে বিপিএলের এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। ২ ম্যাচে ৭ উইকেট শিকার করা অপুর অফ স্পিন হুট করে এত কার্যকরী হওয়ার পেছনে অবদান আছে সাকিব আল হাসানের।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ চলাকালে অপুকে বোলিং নিয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন সাকিব। সব মেনে বেশ সাফল্য পেয়েছেন অপু, যথারীতি পাচ্ছেন বিপিএলেও।

বিসিএলে সাকিবের পরামর্শের বিষয়ে অপু বলেন,”সাকিব ভাই বললেন- বোলিং খুব ভালো হচ্ছে। নেটে অনুশীলনের সময় কিছু গ্রুপ দেখিয়ে দিলেন। চেষ্টা করছিলাম, খুব ভালো হচ্ছিল। তিনিও বললেন- খুব ভালো হচ্ছে, এটা চালিয়ে যা। তারপর উনি ঢাকায় চলে আসেন, আমি বিসিএলের তিনটা ম্যাচই খেলি। ওখানেও খুব ভালো বোলিং করেছি। বেশি কিছু করিনি, উনি যেভাবে বলেছেন ঐ গ্রিপিংয়েই বল করেছি। ওখানে সাফল্য পাওয়ার পর আত্মবিশ্বাস পাই।’’

অপু তাই সাকিবকে ধন্যবাদ জানাতে ভুলেননি।

তিনি বলেন,’‘আল্লাহর রহমতে বিপিএল খুব ভালোভাবে শুরু হয়েছে। এজন্য অসংখ্য ধন্যবাদ সাকিব ভাইকে, গুরু আমার। খুব ভালো একটা জিনিস ধরিয়ে দিয়েছেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »