গুজবে অতিষ্ঠ মাশরাফি

নিউজ ডেস্ক »

একের পর এক গুজবে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। আজ সকাল থেকে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মাশরাফি করোনা মুক্ত হওয়ার খবর। তবে এমন খবর ভিত্তিহীন। আর তাকে ঘিরে একের পর এক গুজবে বেশ হতাশ হয়েছেন তিনি।

বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে মাশরাফি বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানোর ইচ্ছে আছে।

মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’

এর আগে মাশরাফি করোনায় আক্রান্ত হওয়ার পরে তাঁকে ঘিরে বিভিন্ন ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার হয়। বলা হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাশরাফিকে হাসাপাতলে ভর্তি করা হয়েছে। আবার কয়েকটা সংবাদমাধ্যম দাবি করে মাশরাফি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য সিট পাননি। অথচ মাশরাফি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নিউজক্রিকেট/দুর্জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »