কে এম আবু হুরায়রা »
খেলা চলা কালীন মাঠে বসে গালি দিয়ে শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। সাম্প্রতি ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচে ভেরনন ফিল্যান্ডারকে গালি দেয়ায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
গত ৩ জানুয়ারী শুরু হওয়া কেপটাউন টেস্টের পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকা তখন ৪৩৮ রানের টার্গেটে ব্যাট করতেছিলো। দ্বিতীয় ইনিংসে দলীয় ২৩৭ রানের মাথায় উইকেটের পিছনে দাড়িয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফিল্যান্ডারকে অশ্লীল ভাষায় গালি দেন বাটলার। যা তৎক্ষনাৎ স্টাম্প মাইকে ধরা পরায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গুনতে হবে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা।
শুধু জরিমানাই শেষ নয়, সঙ্গে যোগ হয়েছে ১টি ডিমারিট পয়েন্টও। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ২ বছরের মধ্যে আর ৪টি ডিমারিট পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞারমত শাস্তি হতে পারে তার।
তবে এ নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানান নি বাটলার। আগামী ১৬’ই জানুয়ারী সিরিজের শেষ টেষ্ট খেলবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম দু’ম্যাচ শেষে সিরিজে ১-১ এ সমতায় আছে দু’দল।