গাঙ্গুলিতেই আশা খুঁজছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শোনা যাচ্ছে সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির পদ লাভ করতে যাচ্ছেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান সৌরভ গাঙ্গুলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ছিলেন ক্রিকেটের সাথেই। ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে ছিলেন তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে যুক্ত ছিলেন।

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিত্ব লাভে বাংলাদেশের জন্য লাভ মনে করছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ভারতের সাথে বাংলাদেশের খুব একটা বেশি দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায় না তবে গাঙ্গুলি সভাপতি হলে সিরিজ বাড়বে এমন স্বপ্ন দেখছে বাংলাদেশ। তিনি বলেন, ‘ভারতের সাথে আমরা অনেক দ্বিপাক্ষিক কিংবা বয়সভিত্তিক সিরিজ আয়োজন করতে চেয়েও করতে পারিনি বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়েছি । তবে সৌরভ গাঙ্গুলি সভাপতি হলে বাংলাদেশ – ভারতের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা করবো, আর তাঁর সাথে আলোচনা করাটাও সহজ হবে আমাদের জন্য।’

এছাড়া তিনি আরও বলেন, ‘তিনি আমাদের এখানে অনেকবার খেলেছেন । আমাদের এখানকার অনেকের সাথেই বেশ ভালো সম্পর্ক তাঁর। কোন কিছু নিয়ে আলোচনা করতে গেলে সেগুলো বেশ কাজে দিবে আমাদের। আমরা আগে যে সিরিজগুলো আয়োজন করতে পারিনি সেগুলো নিয়ে তাঁর সাথে আলোচনা করার সুযোগ থাকবে আমাদের। আশা করি এর প্রত্যাশানুযায়ী ফলাফল পাবো আমরা।’

আমাদের দেশের অনেক ক্রিকেটারের সাথেই সৌরভ গাঙ্গুলির বেশ ভালো সম্পর্ক। সৌরভের সাথে যাদের ভালো সম্পর্ক তাদের অনেকেই আমাদের বর্তমান ক্রিকেট বোর্ডে সম্পৃক্ত আছেন । তাঁর সাথে আলোচনা করার ক্ষেত্রে এগুলো আমাদের কাজে দিবে। এ সম্পর্কে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আমাদের সম্পর্ক অনেক আগে থেকেই ভালো। সৌরভের সময়কার অনেক ক্রিকেটারই আমাদের বোর্ডে সম্পৃক্ত থাকায় আমরা তার কাছে থেকে কিছুটা বাড়তি সুবিধা পাবো। আর আলোচনার ক্ষেত্রেও স্বাচ্ছন্দ নিয়ে আলোচনা করা যাবে। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »