নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ গল টেস্ট নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছেন শ্রীলঙ্কার এক সংসদ সদস্য। তারই অভিযোগের ভিত্তিতে গল টেস্ট নিয়ে তদন্তে নামতে যাচ্ছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)।
এই ম্যাচটিতে প্রথম ইনিংসে পিছিয়ে থাকা পাকিস্তান ৩৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেটে জিতে নিয়েছিল।আর এতেই ম্যাচের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সংসদ সদস্য নালিন বান্দারা। তিনি অভিযোগ করেন, এই ম্যাচে দুর্নীতির করেছে খোদ লঙ্কান ক্রিকেট বোর্ড।তার অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্তে নামছে আইসিসি। খুব শীগ্রই আকসুর একটি টিমকে শ্রীলঙ্কায় পাঠানো হবে তদন্তের জন্য, এমনটাই দাবী জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজের।
ম্যাচের ফলাফল নিষ্পত্তিতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে দুর্নীতির অভিযোগ করে নালিন বান্দারা সংসদে নিজের বক্তব্যে বলেন:’সবশেষ পাকিস্তান সিরিজে আমাদের দল চারশ রান করেছিল। তবু শেষ ইনিংসে গিয়ে হেরে যায়। যারা পিচ রোল করে তাদের থেকে শুরু করে প্রত্যেককে অর্থ দেওয়া হয়েছে। বোর্ড এখন জুয়ার আখড়া হয়ে গেছে।