https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
গল টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ধুঁকছে কিউইরা। তৃতীয় দিন শেষে কিউরা লিড পেয়েছে ১৭৭ রানের। হাতে রয়েছে মাত্র ৩টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। দলীয় ২৫ রানে তিন উইকেট হারিয়ে বসা কিউইদের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন টম লাথাম ও হেনরি নিকোলাস। লাথাম ৪৫ রানে ফেরত গেলে হাল ধরেন ওয়াটলিং। একপ্রান্ত আগলে রেখে ওয়াটলিং খেলে গেলেও বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ থাকায় তৃতীয় দিনে ৭ উইকেট হারিয়ে কিউদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান।
বল হাতে লাসিথ এম্বুলডেনিয়া ৪টি এবং ধনঞ্জয়া ডি সিলভা ২টি ও আকিলা ধনঞ্জয়া নিয়েছেন ১টি উইকেট।
কিউইরা ১৭৭ রানের লিড নিলেও হাতে মাত্র ৩ উইকেট থাকায় প্রথম সেশনেই বাকি তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের চিন্তা করবে লঙ্কানরা।