নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পেসার শহীদুল ইসলামকে আমরা সবাই চিনি। কিন্তু একজন ব্যাটসম্যান শহিদুলের কথা কয়জনই বা জানে? ১০ নম্বরে ব্যাট করতে নেমে জাবিদ হোসেনকে নিয়ে ১৪৮ রান করে পার্টনারশিপ গড়ে ম্যাচ বাঁচিয়েছেন দিন কয়েক আগেই। ক্যারিয়ার সেরা ৮২ রানে অপরাজিত ছিলেন শহিদুল। মূলত তার হাত ধরেই ম্যাচ বাঁচিয়েছে ঢাকা মেট্রো, জাতীয় লীগের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে।
মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ বিকেলের কড়া রোদও বাঁধা হয়ে দাঁড়াতে পারে নি শহিদুলদের জন্য। বিশেষ করে শহিদুলের ব্যাটিংয়ে বুঝার উপায় নেই এই মানুষটার মূল কাজ কিন্তু বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করা।
শহিদুল ইসলামের সাথে একটা আড্ডা দেওয়া গেলো এই ম্যাচের পরেই। আড্ডার ছলেই প্রথমবারের মত নিউজ ক্রিকেট ২৪ এর মুখোমুখি হলেন শহিদুল। ছোট এক ইন্টার্ভিউতে জানালেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও।
প্রশ্ন : কেমন আছেন শহিদুল ভাই?
শহিদুল ইসলাম : আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রশ্ন : এবারের জাতীয় ক্রিকেট লীগে শুরুটা হয়েছে মনে রাখার মত। একজন বোলার হয়েও ব্যাট হাতে ম্যাচ বাঁচিয়েছেন। কি মনে করেন আপনার এই পারফরম্যান্স সামনের ম্যাচগুলোতেও ধরে রাখতে পারবেন?
শহিদুল ইসলাম : শুরুটা একজন ব্যাটসম্যান হিসেবে ভালো করলেও, বল হাতে তেমন ভালো কিছু হয় নি তাই একটু খারাপ লাগছে। কিন্তু বোলিংটাই আমার আসল কাজ। আমি চাই বাকি ম্যাচ গুলোতে বোলিং-ব্যাটিং ২ ডিপার্টমেন্টেই যেন ভালো কিছু করতে পারি। আমার এমন চেষ্টাও থাকবে।
প্রশ্ন : এমন ব্যাটিংয়ের জন্য কোনো বিশেষ পরিকল্পনা ছিল?
শহিদুল ইসলাম : আসলে রিয়াদ ভাই একটা কথা বলেছিলেন, ‘তুমি কেন দলে আছো এটা প্রমাণ করার চেষ্টা করবে।’ আমিও এটাই প্রমাণ করতে চেষ্টা করেছি। বল হাতে তেমন কিছু করতে না পারলেও দলের প্রয়োজনে ব্যাট হাতে নিজের সেরাটা দেবার চেষ্টা করেছি।
প্রশ্ন : জাতীয় লীগের পরেই বিপিএল, বিপিএলের জন্য নিজেকে কিভাবে তৈরী করছেন?
শহিদুল ইসলাম : সত্যি কথা বলতে আমি এখন বিপিএল নিয়ে ভাবছি না। আমার ভাবনায় এখন কেবল জাতীয় লীগ।
প্রশ্ন : আপনার সাম্প্রতিক পারফরম্যান্স আপনার পক্ষে কথা বলে। কি মনে করেন জাতীয় দল থেকে ডাক আসতে পারে?
শহিদুল ইসলাম : আমি এসব নিয়ে ভাবছি না। মাঠে ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছি।
প্রশ্ন : আগামী ৫ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান?
শহিদুল ইসলাম : আসলে এটা এখন বলা যায় না। সময় সব বলে দিবে। তবে সবার কাছে দোয়া চাই যেন আমি সুস্থ থাকতে পারি আর আমার নিজের দেশের জন্য কিছু করার সুযোগ আসে।
প্রতিটা প্রশ্নের কত সাদামাটা উত্তর দিলেন। ব্যস্ততার মধ্যেও তার সাথে এই আড্ডাটা অনেক ভালো ছিল। পেশাদারিত্বের বাইরেও একজন শহিদুল ইসলাম ঠিক কতটা অসাধারণ সেটা একদম কাছ থেকেই দেখার সৌভাগ্য হলো। নিউজ ক্রিকেট ২৪ এর পক্ষ থেকে শহিদুল ইসলামের জন্য অনেক অনেক শুভ কামনা।