গত দশ বছরের সেরা স্পিনার সাকিব আল হাসান

দুর্জয় দাশ গুপ্ত »

গত দশ বছরে ওয়ানডে ক্রিকেটে সকল স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাংলাদেশের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার তার পেছনে ফেলেছেন ইমরান তাহির, রবীন্দ্র জাদেজাদের বিশ্বমানের স্পিনারদের৷

২০১০ সাল থেকে এখন পর্যন্ত সাকিব আল হাসান মোট ১৩১টি ওয়ানডে খেলেছেন। এই দশ বছরে ৩০.১৫ গড়ে ওয়ানডেতে ১৭৭টি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে সেরা বোলিং ফিগার মাত্র ২৯ রান খরচায় ৫ উইকেট।

এই একই সময়ে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির নিয়েছেন ১৭৩টি উইকেট। তাহির খেলেছেন ১০৭ ম্যাচ। তার সেরা বোলিং ফিগার হলো ৪৫ রান খরচায় ৭ উইকেট।

এই তালিকার তিন নম্বরে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার মোট ১৪৫ খেলে উইকেট নিয়েছেন ১৭১টি। তার সেরা বোলিং ফিগার ৩৬ রান খরচায় ৫ উইকেট।

তবে অবাক করা ব্যাপার হলো এই তালিকার চার নম্বরে আছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। সেই ২০১৫ সালে শেষ ওয়ানডে খেলা আজমল মাত্র ৯১ ম্যাচে নিয়েছেন ১৫৭টি উইকেট।

আর গত দশ বছরের সেরা পাঁচ স্পিনারের তালিকায় শেষ বা পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি এই স্পিনার মোট ১১১টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৫০টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »