গণভবনে শান্ত-সালমাদের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

মমিনুল ইসলাম »

সাউথ এশিয়ান গেমসের ১৩ তম আসরের নারী ও পুরুষ দুই বিভাগেই ক্রিকেটে ইভেন্টে স্বর্ণ জিতে বাংলাদেশ। স্বর্ণজয়ী নারী ও পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাতে স্বর্ণজয়ী শান্ত-সালমাদের প্রধানমন্ত্রী গনভবনে আমন্ত্রন জানিয়েছেন।

আজ নেপালের কীর্তিপুর মাঠে শ্রীলঙ্কা দলকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারায় সৌম্য-শান্তরা। টসে হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ ও তানভীর ইসলামের বোলিং তোপে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১২৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে সাইফ-সৌম্য-শান্ত ও ইয়াসির রাব্বীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখো জয় তুলে নেয়।

এরআগে নারীদের ক্রিকেটে সেই শ্রীলঙ্কাকে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ২ রানে হারিয়ে স্বর্ণ জিতে সালমা-জাহানারারা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানেই গুটিয়ল যায় বাংলাদেশ তবে বাংলাদেশি বোলারদের আগুনঝড়া বোলিংয়ে ২ রানের জয় পায় সালমারা।

নারী ও পুরুষ দলের এমন জয়ে অভিনন্দন ও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দল ও অন্যান্য যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে গনভবনে আসার আমন্ত্রন রইলো।’

এখন পর্যন্ত সাউথ এশিয়ান গেমসে দ্বিতীয় বারের মত আয়োজিত হলো ক্রিকেট টুর্নামেন্ট। দুইবারের দুইবারই স্বর্ণজিতেছে বাংলাদেশ । এর আগে সাব্বিরদের নেতৃত্বে ২০১০ সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছিলো বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »