নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত সোমবার ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবি করে। ক্রিকেটাররা দাবি না মানা পর্যন্ত ক্রিকেট থেকে দূরে থাকার এবং ক্রিকেটীয় সকল ক্র্যক্রম বন্ধ ঘোষণা করেন। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র ক্রিকেটার সাকিব তামিম মুশফিক সহ অন্যরা।
তারই প্রেক্ষিতে মঙ্গলবার বৈঠক করে বিসিবি।
বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষুব্ধ প্রকাশ করে। তিনি আরো জানান, ‘এটি একটি চক্রান্ত’। তার পর থেকে ক্রিকেট মহলে আলোচনা সমালোচনা বিরাজ করতে থাকে। আজ সমোঝোতা আনার জন্য গনভবনে বিসিবি সভাপতিকে ডাকে প্রধানমন্ত্রী।’
আজ (বুধবার) দুপুর ২টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি। তার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘খেলোয়াড়দের সকল দাবি মেনে নিতে আমরা প্রস্তুত। খেলা বন্ধের পেছনে নিশ্চই কোনো ষড়যন্ত্র আছে।’