খেলা বন্ধ করলেই ত সবকিছুর সমাধান হবে না- কামিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতে করোনায় প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। এর মধ্যেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৪তম আসর। প্রতিদিন লাখ লাখ আক্রান্ত আর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে করোনায়, এমন সময় আইপিএল বন্ধ করে দেয়া উচিত বলে মনে করেন অনেকেই।

তবে এতে দ্বিমত পোষণ করেছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স। তিনি জানিয়েছেন, আইপিএল বন্ধ করে দিলেই কি সব কিছুর সমাধান হবে। বরং আইপিএল দেখে ঘরবন্দি মানুষ বিনোদন পাচ্ছে বলে দাবি এ পেসারের।

এ বিষয়ে কামিন্স বলেন,”আমি মনে করি না আইপিএল বন্ধ করে দেয়াটাই সব কিছুর সমাধান। এটা মোকাবেলার জন্য আমরা সবকিছু করছি। প্রতিদিন ৩-৪ ঘণ্টা খেলা দেখার জন্য হলেও মানুষ বাড়িতে থাকে। সারাদিনের শেষে একটু আনন্দ পান তাঁরা।”

করোনা মোকাবেলার জন্য ভারতের প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার ডলার দান করেছেন কামিন্স। আরো জানিয়েছেন, দলের কয়েকজন ক্রিকেটার এই তহবিলে অনুদান দিয়েছেন।

তিনি বলেন,”কলকাতা দলে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল। ওদের থেকেই এই তহবিলে দান করার ব্যাপারে জানতে পারি। শাহরুখ খান নিজেও এই তহবিলে দান করেছেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »