খেলার মাঠে সাপের তান্ডব!

সাজিদা জেসমিন »

খেলার মাঠে হরহামেশাই ঘটে নানান অদ্ভুত ঘটনা। কখনো বা দর্শক মাঠে ডুকে যাওয়া, কখনো আগুন ধরিয়ে দেওয়া,কখনো বা মৌমাছির আক্রমণ। তবে সাপ ডুকে ম্যাচ বাঁধাপ্রাপ্ত হয় এমনটা বোধহয় খুব কমই দেখা যায়। তবে এমন ঘটনাই ঘটেছে ভারতে।

ভারতের চলমান রঞ্জি ট্রফিতে চতুর্থ রাউন্ডের মুম্বাই-কর্ণাটকের ম্যাচে ঘটেছে এমন কিছুই। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিল্ডাররা বেশ কয়েকবার মাঠে সাপ ডুকতে দেখেন। একসময় ফিল্ডাররা ভয় পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ম্যাচ বন্ধ রাখা হয় কিছুক্ষণ।

ভারতের গণমাধ্যম কর্মী অমোলের করা টুইট থেকে জানা যায়, শেষ পর্যন্ত সাপুড়ে মাঠে নামেন সাপ ধরার জন্য। এবং একজোড়া সাপ উদ্ধার করেন। তিনি নিজের টুইটারে লিখেন- ‘ বান্দ্রা কুর্লা কমপ্লেক্স স্টেডিয়ামের চমকপ্রদ ঘটনা- সাপুড়ের দল দ্বিতীয় দিনের ক্যাচ নিলেন। তবে সাপগুলো বিষাক্তকর নয়।’

যদিও বা রঞ্জি ট্রফিতে ইতিপূর্বেও ঘটেছে এমন ঘটনা। গত ৯ই ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে ও মাঠে ডুকে পড়েছিলো একটি সাপ। খেলোয়াড়রা ভয় পাওয়াতে ম্যাচ বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। পরবর্তীতে আবার সাপ বের করে খেলা শুরু হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »