খেলবে ওরা এগারো,সাথে আমরা ১৬কোটি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ শুক্রবার কলকাতার ইডেন সাক্ষী হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্তের। প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ক্রিকেট দল। বলের সাথে কলকাতাও যেন সেজেছে গোলাপি আভায়। কলকাতাবাসী দেখছে নতুন এক কলকাতাকে। রাতের কলকাতা যেন আরো মারাত্মক রকমের সুন্দর। চারদিকে গোলাপি আলো, সব সাজানো হয়েছে গোলাপি রঙে। মনে মনেই সবাই যেন বলে উঠে, ‘গোলাপি এখন কলকাতায়’।

ইডেন টেস্টে থাকবে নানান চমক। দাদা বিসিসিআইয়ের আসনে এসেই যেন তুলকালাম কান্ড ঘটিয়ে দিলেন। গোলাপি বলে ইডেন টেস্ট নিয়ে চলছে মহা তোলপাড়। যার ঝলক দেখা গেছে ইতিমধ্যেই। প্রথম তিন দিনের টিকিট শেষ দ্রুতই৷ গ্যালারীভর্তি থাকবে আনুমানিক ৫০হাজারেরও অধিক দর্শক। সোনার হরিণ টিকিটের আশায় দিনের পর দিন সবাই চরকি কেটেছেন স্টেডিয়াম পাড়ায়। কেউ বা পেয়েছেন সোনার হরিণ, কেউ বা হতাশায় পুড়েছেন।

বাদ গেলেন নাহ টাইগার সমর্থকরাও। পার্শ্ববর্তী দেশ হিসেবে ঐতিহাসিক এ-ই আয়োজনকে মিস করতে চান নাহ এপাড় বাংলাবাসীরাও৷ তাই অনেকেই ছুটেছেন পরিবারবর্গ এবং বন্ধুবান্ধব নিয়ে। গিয়ে মজেছেন গোলাপির সৌন্দর্যে। ইডেন টেস্টে কয়েকদিন আগ থেকে চারপাশে দেখা গেলো টাইগার সমর্থকদের আনাগোনা। গোলাপির সৌন্দর্য অবলোকনে কয়েকদিন আগেই চলে এসেছেন অনেকে, চষে বেরিয়েছেন কলকাতা।

একদিকে শীতের আগমনি আমেজ আর সাথে গোলাপির শহরের প্রেমে মজেছেন সকলেই। ব্যতিক্রম নন ক্রিকেটাররাও। রাতের গোলাপি কলকাতার সৌন্দর্য অবলোকনে কলকাতার রাস্তায় দেখা গেছে অনেককেই। কখনোবা সমর্থকদের সাথে আড্ডায় মজেছেন, কখনোবা হয়েছেন ভালোবাসায় সিক্ত।

ইডেনের আশেপাশের এরিয়ার হোটেল গুলোতেও যেন টাইগারদের পদচারণায় মুখর পরিবেশ৷ শেষের দিকে যারা গেছেন অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে বলা যায়। কাছাকাছি সব হোটেলেই নাকি টাসাটাসি অবস্থা। ট্রেনে-বাসে বা উড়ে এসেছেন অনেকেই। ঐতিহাসিক ইডেন টেস্ট নিয়ে সবাই রোমাঞ্চিত। তাই টাইগারদের সমর্থন দিতে গেছেন ওপাড় বাংলায়৷ আগেরদিন পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন কলকাতার রাস্তায়। আর আজ ইডেনে উড়াবেন লাল-সবুজের পতাকা। কণ্ঠে ‘সাবাশ বাংলাদেশ, সাবাশ বাংলার বাঘ ‘ স্লোগানে মুখরিত থাকবে কলকাতার ইডেনের বেশ অনেকটা জুড়ে।

খোঁজ নিয়ে জানা গেলো কলকাতায় গেছেন অনেকেই। অনেকেই আবার চিকিৎসা কাজে গেছেন, তারাও মিস করতে চাননি এ-ই মোক্ষম সুযোগ৷ চড়া দামে হলেও নিয়েছেন সোনার হরিণ টিকিট। তাই সংখ্যাটা ঠিক কতো তার হিসেব নেই কারো কাছেই। কলকাতা দূতাবাসের কাছেও মিলেনি সঠিক হিসেব। মতান্তরে সংখ্যাটা ১০হাজারেরও উপরে হতে পারে। শুরু থেকেই আঁচ করা যায় ইডেনে আজ বেশ কয়েকটি জায়গা পরিণত হবে লাল-সবুজের জনসমুদ্রে।

খেলবে ওরা এগোরো,সাথে আমরা ষোল কোটি। এপাড় বাংলায় সবাই থাকবে টিভি সেটের সামনে উন্মুখ হয়ে, আর ওপাড় বাংলায় গ্যালারীতে উল্লাসে মাতাবে শত বাঁধা উপেক্ষা করে ওপাড় বাংলায় পাড়ি জমানো টাইগার সমর্থকরা। ভাবতেই ভালো লাগে ঐতিহাসিক এ-ই মুহূর্তে টাইগারদের মনে প্রশান্তি জোগাতে সাথে থাকবে এপাড় বাংলার ক্রিকেট পাগলরা। স্টেডিয়ামের অনেকটা জায়গা জুড়ে কম্পিত হবে ‘সাবাশ বাংলাদেশ’ চিৎকারে। লাল-সবুজের পতাকা উড়াবেন হাজারো বাংলাদেশী সমর্থক।

রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হতে সবাই প্রস্তুত। ইডেনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সাথে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘন্টা বাজিয়ে ঐতিহাসিক মুহূর্তকে বাংলাদেশের জন্য আরো গৌরবময় করে তুলবেন। থাকবেন দুজন বাদে বাংলাদেশ প্রথম টেস্টের সকল খেলোয়াড়। থাকবেন বাংলাদেশ ক্রিকেটের আরেক প্রাণ মাশরাফি। থাকবেন খ্যাতনামা শিল্পী রুনা লায়লা। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জোগাবেন সমর্থন।

ভালোবাসা পুরো দলের জন্য। লড়ে যাও বীরদর্পে। অপেক্ষায় আছি সেই মাহিন্দ্রক্ষণের। মহা দ্বৈরথ দেখতে সবাই প্রস্তুত। সাবাস বাংলাদেশ, এগিয়ে যাও স্বগৌরবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »