খুলনা শিবিরে কবে যোগ দিবেন বিদেশিরা?

একে শাহেদ »

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। তার আগে আজ (৮ ডিসেম্বর) “হোম অফ ক্রিকেট” খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান। তবে বিদেশি ক্রিকেটাররা তাদের নিজস্ব দলের সাথে এক এক করে যোগ দিচ্ছেন। এবার জানা গেলো খুলনার বিদেশি ক্রিকেটাররা কবে আসছেন।

দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে খুলনা টাইগার্স। ইতিমধ্যে দেশীয় নিয়ে অংশগ্রহণকারী সাতটি দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। তবে খুলনার বিদেশি ক্রিকেটাররা কবে দলে সাথে যোগ দিবে, তা জানিয়েছেন দলটির টিম ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি জানান, ‘আমাদের চার বিদেশি ক্রিকেটার রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, রহমতউল্লাহ ও আমির আগামী রবিবার ( ৮ ডিসেম্বর) দলের সাথে যোগ দিবেন। তাছাড়া নাজিবুল্লাহ আসবেন সোমবার ( ৯ ডিসেম্বর)।’ বুঝাই যাচ্ছে বেশ ক্রিকেট তারকা ফিরিয়েছেন তারা।

গত আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে প্রথম বারের মতো বিপিএল খেলেন রবি ফ্রাইলিঙ্ক। তবে এবার তাকে দলে নিয়েছে খুলনা। পুরো আসর জুড়ে চট্টগ্রামের হয়ে অসাধারণ অলরাউন্ডার পারফর্ম করেছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। এবার খুলনার হয়ে চমক দেখাতে যাচ্ছেন।

গত আসরে রংপুরের হয়ে বিপিএল প্রথম বারের মতো একই ইনিংসে এলেক্স হেলস ও রাইলি রুশো শতক হাকান। টূনার্মেন্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন রুশো। তবে এবার এ প্রোটিয়া খেলবেন খুলনার হয়ে। এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও আফগান দুই ক্রিকেটার রহমতউল্লাহ গুরবাজ এবং নাজিবুল্লাহ জাদরান খেলবেন খুলনার হয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »