খুলনায় শান্ত সেঞ্চুরির পথে- চা বিরতিতে বাংলাদেশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ইমার্জিং দল বনাম শ্রীলংকা ইমার্জিং দলের মধ্যকার দুই ম্যাচ ৪ দিনের টেস্ট সিরিজের আনঅফিসিয়াল প্রথম ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনায়-সকালে টসে জিতে ব্যাটিয়ে নামে বাংলাদেশ এইচপি দল।

দলীয় ১২ রানে ৪র্থ ওভারে প্রথম বলে কালানা পেরেরার বলে মোহাম্মদ নাঈম শেখ ২ চারে ৮ বলে ৯ রান করে সাজ ঘরে ফিরেন। ২য় উইকেট জুটিতে ওপেনার সাইফ হাসানের সাথে জুটি বাঁধেন নাজমুল হাসান শান্ত, দলীয় ৮১ রানে, রান আউট হয়ে সাজ ঘরে ফিরেন সাইফ হাসান ৩ চারে ৯৪ বলে ১৮ রান করে।এর পর উইকেটে আসেন ইয়াসির আলি দলীয় রান যখন ৯৫ তখন তাকে ফেরান মেন্ডিস মাএ ৪ রান করেন ইয়াসির আলি।

এই প্রতিবেদন লেখারঃ চা- বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫২ ওভার শেষে ৩ উইকেটে ১২১ রান। উইকেটে আছেন শান্ত ৭৪* রানে অপরাজিত ও আফিফ ১১* রানে অপরাজিত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »