নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১০ই অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় লীগ ‘এনসিএল’ এ যোগ দিতে পারেন নি শ্রীলঙ্কায় সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দলের সদস্যরা। শ্রীলঙ্কায় লম্বা সময় কাটিয়েছে জাতীয় দলের একাধিক ক্রিকেটার। ওয়ানডে সিরিজ জয় শেষে এবার এনসিএলে ফিরছে তারা।
বাংলাদেশ এ দলের প্রায়ই ক্রিকেটার রয়েছেন খুলনা দলে। তাদের জায়গায় দিতে বাদ দেওয়া হয়েছে প্রথম রাউন্ড থাকা ৬ ক্রিকেটারকে। বাদ যাওয়া ৬ ক্রিকেটার হলেন মোহাম্মদ রনি, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, অমিত মজুমদার, হাসানুজ্জামান ও মঈন ইসলাম সোহেল।
দেশে থেকে ও প্রথম রাউন্ড খেলা হয়নি মিরাজ ও মুস্তাফিজের। মিরাজ ‘এ’ দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন যার ফলে তাকে বিশ্রাম দেওয়া হয়, সাথে ইঞ্জুরি মুক্ত থাকার জন্য মুস্তাফিজকে ও বিশ্রামে রাখে বিসিবি ফিজিও। তবে এবার বিশ্রাম শেষে দ্বিতীয় রাউন্ডে ফিরছে তারা।
খুলনা দলে নতুন ৬ ক্রিকেটার হলেন মিরাজ, মুস্তাফিজ সহ ‘এ’ দলের ৪ ক্রিকেটার। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নূরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
খুলনা দলে জাতীয় দলের ক্রিকেটারদের ভরপুর। দ্বিতীয় রাউন্ড থেকে ঘুড়ে দাড়ানোর লক্ষ্যে রয়েছে তারা। প্রথম রাউন্ড খেলায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ম্যাচটি ড্র হয়। খুলনার দ্বিতীয় রাউন্ড ম্যাচ শুরু হবে খুলনায় ১৭ই অক্টোবর থেকে রাজশাহীর সাথে। দেখা যেতে পারে মিরাজ ফিজদের।