নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলার ক্রিকেট আকাশে জমে থাকা কালো মেঘের আবছায়া থেকে আজকের মেঘমুক্ত আকাশের রুপকার হিসেবে বর্তমান সময়ে যে কয়জনকে ভাবা হয় তাদের মাঝে অন্যতম একজন উইকেট-রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ছোট খাটো গড়নের বগুড়ার সেই ছোট্ট মিতু আজকের বাংলাদেশের মি. ডিপেন্ডেবল। একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তবে তাঁর সাফল্যের একমাত্র চাবিকাঠি খেলার প্রতি তাঁর ডেডিকেশন আর অক্লান্ত পরিশ্রম।
এক সিরিজ থেকে আরেক সিরিজ এর মাঝে অন্যান্য খেলোয়াড়েরা ছুটিতে ব্যস্ত থাকলেও সবসময় অনুশীলনে ব্যস্ত থাকেন তিনি। নিজেকে ফিট রাখতে কিংবা নিজের খেলার আরও উন্নতি করতে অনুশীলন কিংবা পরিশ্রমের বিকল্প কিছু দেখেন না তিনি। চলছে এনসিএলের ২১ তম আসর ইতিমধ্যে অবশ্য শেষ হয়েছে প্রথম রাউন্ডের খেলা। আগামী ১৭ তারিখ শুরু হবে এনসিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা। আগামী ১৭ ই অক্টোবর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার বিপক্ষে মাঠে নামবে মুশফিকের রাজশাহী।
দ্বিতীয় রাউন্ডকে সামনে রেখে ইতিমধ্যে খুলনায় পাড়ি জমিয়েছে রাজশাহী দল। তাঁর দল খুলনায় চলে গেলেও মিরপুর শে রে বাংলা স্টেডিয়ামে দেখা গেছে তাকে ব্যাট হাতে অনুশীলন করতে। ১৫ ই অক্টোবর সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা তাকে দেখা গেছে অনুশীলনে। সামনের মাসে ভারত সফর ও এনসিএলের দ্বিতীয় রাউন্ডকে সামনে রেখে নিজেকে বেশ ভালোভাবে প্রস্তুত রাখতেই ব্যস্ত মুশফিকুর রহিম। ঢাকার বাহিরে অনুশীলনের জন্য ঢাকার মত সুবিধা না থাকায় থেকে গেছেন ঢাকায়।
প্রায় চার বছর পর এনসিএলে ফিরে ব্যাট হাতে দ্রুতি ছড়িয়েছেন তিনি। এনসিএলের প্রথম স্তরের ম্যাচে ঢাকার বোলারদের বোলিং তোপে রাজশাহীর ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ার মিছিলে। তখনই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। প্রথম ইনিংসে ৭৫ রানের এক কার্যকরী ইনিংস খেলেন তিনি আর দ্বিতীয় ইনিংসে ভালো শুরু হলেও থেমে যেতে হয় মাত্র ২১ রানে। তবে ড্র হওয়া ম্যাচে মুশফিকের প্রথম ইনিংসের ৭৫ রানের ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।