খুলনার হয়ে খেলতে আসছেন না ‘ওয়াটসন’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজ অর্থায়নে এবারের আসর আয়োজন করতে যাচ্ছেন। বিসিবি দেওয়া সর্বশেষ সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান ও ১১ ডিসেম্বর বল মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে এ সূচিতে আর খুলনার হয়ে খেলা হচ্ছে না শেন ওয়াটসনের।

কেননা বিসিবি পূর্বে সূচি অনুযায়ী ৬ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর কথা ছিলো। যা বিসিবি পরিবর্তন করে এখন ১১ ডিসেম্বর করেছে। প্রায় সপ্তাহ খানেক পিছিয়ে গেছে বিপিএল সূচি। যার জন্য এবারের আসরে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়া কিংবদন্তি শেন ওয়াটসনের। তিনি খুলনার হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেন আগে। তবে সূচি পরিবর্তনে ফলে ‘না’ করছেন ওয়াটসন।

ওয়াটসনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে দলটির পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা ওয়াটসনের সঙ্গে আলাপ করেছিলাম। আলাপে ও বলেছিল শেষ পার্টে দলের সাথে যোগ দিবে। তার পর আবার বলেছিল সামনে আর শেষের ভাগে খেলবে। তাছাড়া ও বড়দিনের ছুটি চায় (২৫ ডিসেম্বর)। শুরুতে সে বেশ ইতিবাচক ছিল পরে আর আগ্রহ দেখায়নি।’

খুলনা টাইগার্স স্কোয়াডঃ মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, মোহাম্মদ আমির, রাইলি রশো, রবি ফ্রাইলিঙ্ক, নাজিবুল্লাহ জাদরান ও রহমানুল্লাহ গুলবাজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »