দুর্জয় দাশ গুপ্ত »
বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে গতকাল। আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা প্লাটুন এবং খুলনা টাইগার্স। সিলেটে গতকাল রাত থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের ৫০ মিনিট পরে এই ম্যাচের টস হয়। টস জিতে শুরুতে বল করার সিদ্বান্ত নিয়েছেখুলনা টাইগার্স। ঢাকা শিবিরে আবার ফিরেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। অন্যদিকে, খুলনা টাইগার্স শিবিরে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। তবে আজকের ম্যাচে খেলছেন না তিনি।
দু’দলের একাদশ:
ঢাকা প্লাটুন: তামিম ইকবাল , এনামুল হক বিজয় (উইকেটরক্ষক) , মমিনুল হক, আরিফুল হক, মেহেদী হাসান, আসিফ আলী, থিসারা পেরেরা, শাদাব খান, ফাহিম আশরাফ, মাশরাফি মোর্তাজা (অধিনায়ক) ,হাসান মাহমুদ।
খুলনা টাইগার্স: মেহেদী হাসান মিরাজ, শামসুর রহমান শুভ, মুশফিকুর রহিম (অধি ও উইকেটরক্ষক), রাইলি রুশো, নাজিবউল্লাহ, রোবার্ট ফ্রাইলিংক, আমিনুল ইসলাম বিপ্লব ,তানভীর ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম।