খুলনাকে ১৪৫ রা‌নের টা‌র্গেট দি‌লো চট্টগ্রাম

শোয়েব আক্তার »

বঙ্গবন্ধু বি‌পিএ‌লের চতুর্থ ম্যা‌চে খুলনা টাইগার্স কে ১৪৫ রা‌নের টা‌র্গেট দি‌লো টুর্ণা‌মে‌ন্টে নিজে‌দের দ্বিতীয় ম্যাচ খেল‌তে নামা চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স।

এর আ‌গে দি‌নের দ্বিতীয় ম্যা‌চে ট‌সে জি‌তে চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স কে ব্যা‌টিং এর আমন্ত্রন জানান খুলনা টাইগা‌র্সের অধিনায়ক মুশ‌ফিকুর র‌হিম।

সিমন্স-ওয়ালট‌নের উদ্ভোধনী জু‌টি উড়ন্ত সূচনা এনে দেন চট্টগ্রাম চ্যা‌লেঞ্জার্স কে।দুজ‌নে ৪৫ রা‌নের জু‌টি গ‌ড়ে দল‌কে বড় সংগ্র‌হের ভীত গ‌ড়ে দেন তারা। ত‌বে ব্যাটসম্যান‌দের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করা‌তে পা‌রে নি চট্টগ্রাম।

খুলনার প‌ক্ষে প্রথম ব্রেকথ্রু এনে দেন শ‌ফিউল ইসলাম।ই‌নিং‌সের সপ্তম ওভা‌রের তৃতীয় ব‌লে সিমন্স কে ব্য‌ক্তিগত ২৬ রা‌নে বোল্ড ক‌রেন তি‌নি। এরপর ওয়ালটন কে শ‌হিদুল ও ইমরুল কা‌য়েস রান আউট হ‌য়ে গে‌লে চা‌পে প‌ড়ে চট্টগ্রাম।

‌শেষ পর্যন্ত না‌সির হো‌সে‌নের ২৪ ও মুক্তার আলীর ১৪ ব‌লে ২৯ রা‌নের ঝ‌ড়ো ইনিং‌সের উপর ভর ক‌রে নির্ধারিত ২০ ওভা‌রে ৬ উইকেট হা‌রি‌য়ে ১৪৪ রান সংগ্রহ ক‌রে চট্টগ্রাম।

খুলনা টাইগা‌র্সের প‌ক্ষে ফ্রাই‌লিংক ১৪ রা‌নে ১ টি,আমিনুল ইসলাম বিপ্লব ২৫ রা‌নে ১ টি শ‌ফিউল ইসলাম ১টি ও শ‌হিদুল ইসলাম ৩২ রা‌নে ১ টি উইকেট লাভ ক‌রেন।

১৪৫ রা‌নের টা‌র্গে‌টে ব্যাট কর‌তে কিছুক্ষ‌ণের ম‌ধ্যে মা‌ঠে নাম‌বে খুলনা চ্যা‌লেঞ্জার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »