খুব শিগগিরই সংবর্ধনা পাবে বিশ্ব চ্যাম্পিয়নরা!

সাজিদা জেসমিন »

দুর্দান্ত জয় দিয়ে বিশ্বমঞ্চ মাতিয়ে এসেছে যুবারা। আর এসেই ভেসেছেন দেশবাসীর ভালোবাসার সাগরে। বিসিবি থেকে দেওয়া হচ্ছে সংবর্ধনা। আর পাশাপাশি ঘোষণা এসেছে, সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। আর সেটি খুব দ্রুতই।

আর গণমাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত করেছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। আজ বিকেলে বাংলাদেশ পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে তাদেরকে বরণ করে নেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী।

তিনি গণমাধ্যমে বলেন – ‘আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেওয়ার জন্য আগামি শুক্রবার একটি তারিখ নির্ধারিত করেছিলেন । সময়টা খুব দ্রুত হয়ে গেছে , যেহেতু খেলোয়াড়রা দীর্ঘদিন পর ভ্রমন করে দেশে ফিরেছে, তাদের পরিবারের কাছে ফিরবেন- সবকিছু মিলিয়ে আমরা ক্রিকেট বোর্ডকে কিছুটা সময় বাড়াতে অনুরোধ করেছি। অতএব, এ শুক্রবার না হলেও আগামী শুক্রবারের মাঝে যেকোন একদিন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের বরণ করবো।’

বিশ্বকাপজয়ী দলের এ তরুণ প্রতিভাগুলো যাতে হারিয়ে না যায় সেখানেও তিনি নজর রাখবেন এমনটা মন্তব্য করেন। তিনি আরও যোগ করেন- ‘তারা যে সাফল্য অর্জন করেছে, আমাদের উচিত তাদেরকে রক্ষা করা। তাদের নিবিড় পরিচর্যায় রাখতে হবে। আপনারা অবগত আঋছেন,আমাদের যে ১১ জন খেলেছে, তারমধ্যে ৮ জনই বিকেএসপি থেকে এসেছে। তারা সেখানে নিবিড় পর্যবেক্ষণে ছিল।

তারপর বিসিবি তাদেরকে বাইরের মাটিতে অনুশীলন থেকে শুরু করে বিভিন্ন আসরে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। তারা সবাই আমাদের সম্পদ। তারা যখন সিনিয়র হয়ে আমাদের জাতীয় দলের সঙ্গে খেলবে, তারা যেন দেশের সম্পদে পরিণত হয়, তারা যেন হারিয়ে না যায়- এজন্য যা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, আমরা করব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »