নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নভেম্বরের ৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর। আসন্ন এ সিরিজে সবকটি ম্যাচে তামিমকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়। দেশসেরা এ ব্যাটসম্যান ইতিমধ্যে বোর্ডকে তার ব্যাক্তিগত কারণ সমন্ধে অবগত করেছেন। তবে বোর্ড থেকে এখনো কোন সিদ্ধান্ত আসে নি অর্থাৎ তামিমের ছুটি এখনো মঞ্জুর করেনি বোর্ড।
দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন তামিম ইকবাল খান। এতে খুশির কোনো কমতি নেই তামিমসহ তার পরিবারের ব্যাক্তি বর্গদের। এই মূহুর্তে সন্তান-সম্ভাবা স্ত্রী আয়েশাকে নিয়ে বেশ সতর্ক তামিম। স্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য একটি টেস্ট করেন তিনি। যার ফলাফল অনুযায়ী পরবর্তী সিদ্ধান্তে পৌঁছাবেন দেশসেরা এ ব্যাটসম্যান। ফলাফল ইতিবাচক হলে ভারত সফরে সবকটি ম্যাচ না খেলা নিয়ে শঙ্কা কেটে যেতে পারে তামিমের।
এ ইস্যু নিয়ে কথা বলেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। গণমাধ্যম কর্মীদের তিনি জানান, ‘আসলে এখনো কোনকিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। দেখা যাক কি হয়। আমাদের হাতে এখনো কয়েকদিন সময় আছে। এর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
এদিকে তামিমের বিকল্প হিসেবে ইমরুলকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি সমন্ধে ইতিমধ্যে ইমরুলকে অবগত করেছে বোর্ড। এমনকি শনিবার থেকে জাতীয় লিগের ৩য় রাউন্ড খেলা থেকেও তাকে বিরত থাকতে বলা হয়েছে।
একটি গোপন সূত্র থেকে জানা গেছে, ভারত সফরের শেষ টেস্টে তামিম ইকবালের না খেলার সম্ভাবনাই বেশি। তবে এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন জাতির টুর্নামেন্ট থেকে বিশ্রামে চলে যান তামিম। এ সময়টাতে নিজেকে ফিরে পেতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। দীর্ঘ এই বিরতি থেকে ফিরে আসন্ন ভারত সফরে খেলার কথা ছিলো দেশ সেরা এ ব্যাটসম্যানের। তবে এই মূহুর্তে ভারত সফর নিয়ে তামিমের রয়েছে যদি-কিন্তু।