https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
গত বিশ্বকাপের আগে অজি কোচ ধারণা করেছিলেন ইংল্যান্ডের ভক্তদের সমালোচনার শিকার হতে যাচ্ছেন স্মিথ ওয়ার্নাররা। ফলে বিমান থেকে নেমেই সমালোচনা মাথা পেতে নেয়ার কথা জানিয়েছিলেন কোচ। কেননা কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের কারণে নিষেধাজ্ঞা পাওয়ার পর বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।
অজি ক্রিকেটারদেরকে ইংলিশ ভক্তদের তোপের মুখে পড়তে হবে অ্যাশেজে সেটা অনুমেয় ছিল। তবে সেটার মাত্রা যে এতটা ছাড়িয়ে যাবে সেটা হয়তো ভাবতেও পারেননি কেউ। দুই দলের এই পুরনো লড়াইয়ে এবার ইংলিশ ভক্তরা কয়েদীদের পোশাক পরে মাঠে গেছেন খেলা দেখতে!
মাঠের ক্রিকেটে স্মিথ জবাবটা দিয়েছে সেঞ্চুরির মাধ্যমে। কিন্তু ইংলিশ ভক্তদেরকে যে থামানোর কোনো উপায় নেই সেটা আর বুঝতে বাকি রইল না কারো। স্মিথ- ওয়ার্নারদের সরাসরি ‘চিটার’ বলেও ব্যানার ফেস্টুন নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা গেছে ইংলিশ ভক্তদের।
শুধু তাই নয় ইংল্যান্ডের পত্রিকা দ্য সান তাদের খবরের শিরোনামও করেছে স্মিথকে যেন আজীবন নিষিদ্ধ করা হয়!