দুর্জয় দাশ গুপ্ত »
ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই দলে ভাগ করা ম্যাচটিতে দুই দলের অধিনায়ক হিসেবে থাকছেন দুই কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন এবং রিকি পন্টিং।
আগামী ৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি ম্যাচ। দুই দলে ভাগ হয়ে অজি কিংবদন্তি জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং মাইকেল ক্লার্করা খেলবেন এই ম্যাচে। তবে খেলতে না পারলেও আরো দুই কিংবদন্তি স্টিভ ওয়াহ এবং মেল জোন্স ম্যাচটির সঙ্গে যুক্ত থাকবেন।
এই ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি। একই দিনে অস্ট্রেলিয়ায় মোট তিনটি ম্যাচ আয়োজিত হবে। মেয়েদের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মেলবোর্নে এদিন মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সফরকারী ভারত। এছাড়া বিগ ব্যাশ টুর্নামেন্টের ফাইনালও অনুষ্ঠিত হবে এদিন।
জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি এই বিশেষ ম্যাচটির ভেন্যু চূড়ান্ত করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এদিন অনুষ্ঠিত এই তিনটি ম্যাচ থেকে অর্জিত অর্থ অস্ট্রেলিয়ান রেড ক্রিসেন্ট ডিজাস্টার রিলিফ এন্ড রিকোভারি ফান্ডে জমা হবে ক্ষতিগ্রস্তদের জন্য।
এদিকে এমন একটি ম্যাচ আয়োজন করতে পেরে বেশ আনন্দিত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি জানিয়েছেন, ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ নিশ্চিত করতে পেরেছি বলে আমি বেশ আনন্দিত। দাবানলের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম একটি প্রচেষ্টা এটা।’
এছাড়াও এর আগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিডনি টেস্টে প্রতি উইকেটের জন্য ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অন্যদিকে, বিগ ব্যাশে ক্রিকেটারদের হাঁকানো প্রতিটি ছক্কা এবং উইকেটের জন্যও অর্থ দান করছে তারা।
দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে তুলে অনেক বড় ভূমিকা পালন করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। শেষ পর্যন্ত ওয়ার্নের টেস্ট ক্যাপটি বিক্রি হয়েছিল ১০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারে।