দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ নিজের ৩৪তম ম্যাচে এসে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস। রবিবার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পরে আরো বিধ্বংসী রূপে ব্যাট চালাতে থাকা লিটন দুর্ভাগ্যবশত ১২৬ রানের মাথায় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন। এরপর আর ব্যাট হাতে না নামলেও ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি। দৃষ্টিনন্দন এই ইনিংসের জন্য পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
এদিকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে লিটন জানালেন ভিন্ন কথা৷ ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি যেটা বিশ্বাস করি ক্রিকেট হল হতাশার খেলা। এক ম্যাচে রান করবো তো আরেক ম্যাচে করবো না। শতকের পরও মনে হতে পারে আর দশটা রান কেনো করলাম না!’
এছাড়াও নিজের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়ার দিনে বিশেষ কোন পরিকল্পনা ছিলো না এমন প্রশ্নে লিটন জানান, ‘গতকাল থেকে আমি খুব নার্ভাস ছিলাম। আমি জানি আমার রান করা প্রয়োজন। তাছাড়া অনেকদিন পরে আবার ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছি এটা একটা চ্যালেঞ্জ ছিলো। তবে আশার কথা আমার নার্ভাসনেস আমার জন্য মঙ্গল কিছুই নিয়ে এসেছে।’
প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।