মমিনুল ইসলাম »
দেড় মাস আগে হঠাৎই সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল । তখন মানসিক চাপের কারনে ছুটি নেয়ার কথা জানা গেলেও মাস দেড়েক পর এসে অনির্দিষ্ট কালের ছুটি নিয়ে মুখ খুললেন অজি তারকা গ্লেন ম্যাক্সয়েল।
অভিষেকের পর থেকেই অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যস্ত সময় পার করছেন ম্যাক্সওয়েল। শুধু জাতীয় দলই নয় বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ও নিজেদের ঘরোয়া লিগ ও প্রতিনিয়ত খেলে যাচ্ছেন এই অজি তারকা। তবে অনেকদিন ধরে ব্যস্ত সময় কাটানোর পর গত অক্টোবরে শ্রীলঙ্কার সাথে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে ছুটি নেন। এ নিয়ে অবশ্য দেড় মাস পর মুখ খুলেছেন তিনি।
তিনি বলেন, ‘ কিছু সময়ের জন্য আমি সবকিছুই হারিয়ে খোঁজার চেষ্টায় ছিলাম। অনেক দিন খেলায় থেকে বেশ হাঁপিয়ে গিয়েছিলাম। তাই কিছুদিন নিজের মত করে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার এই বিরতির কারন হলো গত আট মাস ধরে শুধু একটা সুটকেস নিয়ে ঘুরেছি। বিশ্রাম নেয়ার সুযোগ পাইনি। আর যেকারনে মানসিক ও শারিরীক ভাবে দুর্বল হয়ে পড়েছিলাম।’
আমার এই বিষয়টি প্রথম আমার স্ত্রীর নজরে আসে। এ নিয়ে তিনি বলেন, ‘আমার এই বিষয়টি প্রথম আমার সহধর্মিণীর নজরে পড়ে। পরে সে আমাকে বলো এটা নিয়ে আমার কারও সাথে আলোচনা করা উচিত।’
নিজের এমন খারাপ সময়ে অস্ট্রেলিয়া দল ও ঘরোয়া দল গুলো পাশে থাকায় তাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘গত চার/পাঁচ বছর ধরে এভাবেই চলতেছিলো। আমি আর বিষয়টা নিতে পারছিলাম না। আমার এই সমস্যা জানার পর ক্রিকেট অস্ট্রেলিয়া, মেলবোর্ন স্টারস ও ভিক্টোরিয়া পাশে থাকায় তাদেরকে ধন্যবাদ৷’
অল্প কদিন আগে ভিক্টোরিয়ার হয়ে ক্রিকেটে ফিরেছেন ম্যাক্সওয়েল। জানা গেছে বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে তাকে মাঠে দেখা যাবে।