ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের ছুটিতে ম্যাক্সওয়েল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গ্লেন ম্যাক্সওয়েল নামটি অসংখ্য বোলারের কাছে ত্রাসের নাম। ম্যাক্সওয়েলের ব্যাট হেসে উঠলে বিশ্বের বাঘা বাঘা বোলাররাও হার মানতে বাধ্য হন। নিজেদের মাটিতে চলছে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের টি-টোয়ান্টি সিরিজ। ইতিমধ্যে দুই ম্যাচ খেলেও ফেলেছে দুইদল। চলমান সিরিজের মাঝপথে এসে হঠাৎ মানসিক চাপের কারণ দর্শীয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজে ইতিমধ্যেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। দুই ম্যাচের মাঝে একটিতে নামার সুযোগ হয়েছিলো ম্যাক্সওয়েলের আর অন্য ম্যাচে নামার আগেই স্মিথ-ওয়ার্নারের ব্যাটে ৯ উইকেটের জয় তুলে নেয় অজিরা। সিরিজের প্রথম ম্যাচে নেমে অবশ্য দুর্দান্ত খেলেছেন তিনি। প্রথম ম্যাচে ওয়ার্নারের সেঞ্চুরির দিনে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তিনি, করেছেন মাত্র ২৮ বলে ৬২ রান।

শ্রীলঙ্কার সাথে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ও আসন্ন পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তাকে। নিজের এই সমস্যার কথা জানিয়ে অজি ক্রিকেট বোর্ডে ছুটি চেয়েছেন তিনি। ম্যাক্সওয়েলের ছুটি মঞ্জুরও করেছে বোর্ড তবে ঠিক কত দিনের ছুটি ও কবে আবার ক্রিকেটে ফিরবেন ম্যাক্সওয়েল এ ব্যাপারে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।

ম্যাক্সওয়েলের মানসিক সমস্যা নিয়ে অজি ক্রিকেট বোর্ডের মনোবিজ্ঞানী ডাক্তার মাইকেল লয়েড বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল এখন খানিকটা মানসিকভাবে চাপ অনুভব করছেন। আর সে কারণেই তিনি সমস্যার মাঝে পড়েছেন। তাঁর সমস্যার কারনে সে নিজেকে ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ও আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ম্যাক্সওয়েলের পরিবর্তে ডা’আর্কি শর্টকে দলে ডাকা হয়েছে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »