ক্রিকেট ছেড়ে অবসরে রোমানা আহমেদ

নিউজ ডেস্ক »

ফিটনেস ইস্যুতে গত মে মাসের শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেওয়া হয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রোমানা আহমেদকে। তবে রোমানা দাবি করেছিলেন বিশ্রামের নামে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজেও রোমানা ছিলেন উপেক্ষিত। টানা দুই সিরিজে দলের বাইরে থাকা রোমানা আহমেদ এবার ক্রিকেটকে বিদায় জানালেন।

গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ক্রিকেটকে গুডবাই জানান রোমানা। এর ফলে বাংলাদেশের জার্সিতে আর কখনোই দেখা যাবে না তাকে। নিজের ফেসবুক পেজে রোমানা লিখেন, “আর ক্রিকেট নয়।” গড বছর দেশের হয়ে ৮ টি ওয়ানডে ম্যাচ খেলা রোমানা ব্যাট হাতে করেছিলেন ৭০ রান, আর বল হাতে তাঁর শিকার ছিলো ৫ উইকেট।

 

২০২৩ সালে অবশ্য বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার একদমই সুযোগ পাননি রুমানা। টি-টোয়েন্টিতে গত বছর জাতীয় দলের জার্সিতে ১৭ ম্যাচ খেলে করেছেন ১০২ রান। বল হাতে তাঁর শিকার অবশ্য ১৮ উইকেট। গত চার বছরে অর্থাৎ ২০১৯ সালের অক্টোবরের পর থেকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস নেই তার।

 

বাংলাদেশের হয়ে সর্বসাকুল্যে ৫০ ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে ছিলো ৫ হাফ সেঞ্চুরি, মোট রান করেছেন ৯৬৩। বোলিংয়ে তাঁর শিকার ৫০ উইকেট। এছাড়া বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রোমানা। সেখানে এক হাফ সেঞ্চুরিতে ৮৫৪ রান করার পাশাপাশি বোলিংয়ে ৭৫ উইকেট নিয়েছেন তিনি। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে ৩০ উইকেট নেয়ার রেকর্ড আছে তাঁর।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »