নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ও সক্রিয় একটি সংগঠন ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি মাদারীপুর ( কোয়াম )। এটি ৬ মার্চ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। মাদারীপুর-ঢাকারই একটি ক্রিকেট পরিবার হচ্ছে এই কোয়াম, মাদারীপুর, ঢাকা।
গতকাল সন্ধ্যায় ঢাকার হাতিরঝিলে X-Bite রেস্টুরেন্টে ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি মাদারীপুর ( কোয়াম ) এর বার্ষিক মিলন মেলা: ২০১৭-১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে। এই সংগঠনটি ক্রিকেটের উন্নয়নে অনেক কাজ করে চলেছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাবিবুল হক খোকন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিদ হাওলাদার। সাবেক ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ খালিদ হোসেন ইয়ার, মেয়র মাদারীপুর পৌরসভা।
অনুষ্ঠানটি সমাপ্তিতে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও অধিনায়ক এবং বাংলাদেশ দলের প্রথম টেস্ট জয়ের অধিনায়ক, বর্তমান বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।
অনুষ্ঠানে নিউজ ক্রিকেট ২৪ ডটকমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিউজ ক্রিকেট ২৪ ডটকমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া আরেক সহযোগী বিসিবির প্রেস মিডিয়ার কর্মরত তানিন মোর্তজা।
মিলন মেলায় যারা উপস্থিত ছিলেন তারা হলেনঃ
হাবিবুল হক খোকন
মহিদ হাওলাদার
সাহাদাত হোসেন লিটন
ফরহাদ ফেরদৌস বর্ষন
মাহমুদুর রহমান সুমন
মাসুদুর রহমান কচি
মোঃ হামিদুর রহমান রঞ্জু
তুষার কান্তি দাস অলক
মন্জুর আহমেদ লাতু
খ.ম.খুরশীদ
সাজ্জাদ হোসেন সবুজ
মেজর মোঃ মোস্তাফিজুর রহমান
অবঃ কাজি জাহিদুল করিম তুহিন
কাজি মহিউদ্দিন আহমেদদোলন
মোহাম্মদ সোয়েব
শামীম আহমেদ
মোঃ মেহেদী মাসুদ
শাহীন শরিফ
মোঃ আলমগীর হোসেন
এম এইচ মিঠু
মহিবুর রহমান রবিন
মোঃ সিরাজুল করিম তুহিন
মিরু সাহাদাত
মোঃ মোতাহার হোসেন খান মিলন
নাইরুল ইসলাম চৌধুরী দুলাল
আফরোজা বেগম রাসনা
সজিব দে
বিদ্যুৎ ঘোষ
মনোজ দাস
শ্রাবনী পোদ্দার
উক্ত অনুষ্ঠানে সকল নির্বাহী সদস্যদের উপস্থিতিতে কিছু সিদ্ধান্ত নেয়া হয়ঃ
১. মাদারীপুরে পৌরসভা, ক্রিকেট ক্লিনিক ও কোয়াম, মাদারীপুর ঢাকার যৌথ ব্যবস্থাপনায় ২১ দিনের ফ্রি ক্রিকেট কোচিং আয়োজন।
২. বাছাই করে ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন।
৩. ক্রিকেট ক্লিনিকের দোতলায় অফিস নির্মাণ।
৪. নাজিমউদ্দীন কলেজ মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন।
৫. মাদারীপুরের উদীয়মান তরুণ ক্রিকেটারদের ঢাকায় গোল্ডওয়াল্ডের স্পন্সর প্রদান।
৬. কোয়াম,মাদারীপুর -ঢাকার আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের সম্মাননা প্রদান।
উক্ত এই অনুষ্ঠান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ আমিরুজ্জামান আমীর বাবু।
অনুষ্ঠানটির অন্ততম প্রধান আকর্ষণ ছিলো দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক মোহাম্মদ জসিম উদ্দিনের সংগ্রহকৃত ব্যাট প্রদর্শন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত ব্যাট প্রদর্শন করা হয়।
কোয়ামের ভবিষ্যতের কিছু ইচ্ছা আছে:
১. ঢাকায় অনুর্ধ্ব- ১২, ১৪, ১৬, ১৮ বয়স বিভাগে ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম চালুকরণ।
২. ঢাকা বা মাদারীপুরে মাঠসহ একটি আবাসিক ক্রিকেট একাডেমী গড়ে তোলা।
৩. দুঃস্থ ও অসহায় ক্রিকেটারদের জন্য কল্যাণ তহবিল গঠন করা।
৪. ক্রিকেট কোচিং সেন্টার ও একাডেমীগুলোকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা
৫. পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটসম্যান ও উইকেট কিপার ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবী ক্রিকেটারদের খুঁজে বের করা।
৬. মেধাবী ও দুঃস্থ ক্রিকেটারদের বৃত্তি এবং চিকিৎসা সুবিধা প্রদান।
সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট চালু করে আর তা বিভিন্ন ব্যক্তিদের নামে ট্রফি উৎসর্গ করা হয়ে থাকে। আর প্রতিবছর এই সংগঠনটি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন। সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছে বিসিবির বোর্ড কর্মকর্তা, সাবেক খেলোয়াড়, কোচ, অভিনেতা। এছাড়াও সংগঠনটি সামাজিক কর্মকাণ্ডমূলক কাজেও অংশ নিয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) এর প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান পাপন এই সংগঠনটির জন্য শুভকামনা জানিয়েছেন।
সংগঠনটি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে চায়। তাই সংগঠনটি বড় পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে।