নিউজ ডেস্ক »
বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে মার্চ মাস থেকে দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরণের আয়োজনে স্থগিতাদেশ বিরাজ করছে। এই সংকটের মধ্যে, ভারতের ওপেনার শিখর ধাওয়ান ঘরে বসে সময় কাটাচ্ছেন। তবে তিনি ফিটনেসের উপর এই মহামারির প্রভাব পড়তে দিচ্ছেন না।
শনিবার (৪ জুলাই) এএনআই’য়ের সাথে কথা বলে ধাওয়ান প্রকাশ করেছিলেন, তিনি লকডাউন চলাকালীন সময়ে নিজেকে প্রশিক্ষণে রেখেছিলেন এবং এখন ক্রিকেট খেলার জন্য অপেক্ষা করছেন।
এএনআই’য়ের সাথে আলাপকালে ধাওয়ান বলেন, ‘আমরা নিয়মিত খেলছি, সুতরাং বিরতি আমার পক্ষে স্বাগত ছিল। আমি নিজেকে বলেছিলাম, চ্যালেঞ্জের চেয়ে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ, আমি এই সুযোগটি হাতছাড়া করেছিলাম। আমি প্রতি সন্ধ্যায় আমার বাচ্চাকে সাইকেল চালানোর জন্য নিয়ে যায়। সে আমাকে পরিবারের সাথে সময় কাটানোর গুরুত্ব শিখিয়েছে, আমি আমার বাড়িতেও প্রশিক্ষণ নিয়ে এসেছি। বাড়িতে জিম এবং যোগব্যায়াম করছি, আমি এখন ব্যাটিংও শুরু করেছি। তাই আমি পুরোপুরি ফিট এবং ভাল মানসিকতায় আছি।’
তিনি আরো জানান, ‘বিসিসিআই এবং সরকার অবশ্যই একে অপরের সাথে কথা বলবে। বিসিসিআই যা-ই সিদ্ধান্ত নেয়, আমরা তা অনুসরণ করব। প্রতিটি খেলোয়াড়ের সুরক্ষাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিন-চার মাস কেটে গেছে যে আমরা খেলিনি, যখনই আমরা কিছুটা ক্রিকেট খেলি, সব খেলোয়াড়রা খুশি হব। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে কেবল ক্রিকেটের জন্য এটি ভাল হয় না, তবে এটি পুরো বিশ্বের জন্যও ভাল।’
তার সতীর্থদের অনেকের চেয়ে ধাওয়ানের বিরতি বেশি ছিল, কারণ জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে তিনি কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। পরবর্তীতে নিউজিল্যান্ড সফরও মিস করেছিলেন ভারতীয় ওপেনার।
গত মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে তিনি তার প্রত্যাবর্তন করতে চলেছিলেন, তবে ধর্মশালায় প্রথম ম্যাচটি পন্ড হয়ে গেল এবং পরের দুটি ম্যাচ চলমান মহামারীর কারণে ভেস্তে যায়।
নিউজক্রিকেট/ইমতিয়াজ