শোয়েব আক্তার »
আর মাত্র কয়েকদিন পর কালের গর্ভে হারিয়ে যাবে ২০১৯। এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আরও একটি দশকের। তাই বিশ্বের বিভিন্ন প্রভাবশালী পত্রিকা, ম্যাগাজিন কিংবা ক্রিকেট বোর্ড একে একে ভিন্ন ফরম্যাটে দশকের সেরা একাদশ প্রকাশ করছে । উইজডেন, ফক্স স্পোর্টসের পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশ করলো তাদের দশক সেরা একাদশ।
উইজডেন ম্যাগাজিন ও ফক্স স্পোর্টসের ওডিআই দলের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।
জুয়াড়ির প্রস্তাব প্রত্যাখ্যান করেও আইসিসি কে না জানানোয় আইসিসি’র দেওয়া দুই বছরের(এক বছর স্থগিত) জন্য সর ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ রয়েছেন সাকিব।
তবে এই দশকের সেরা অলরাউন্ডার কে একাদশে রাখতে ভুল করে নি ক্রিকেট অস্ট্রেলিয়া। গত এক দশকে সাকিব বাংলাদেশের জার্সি গাঁয়ে ৪,২৭৬ রান ও ১৭৭ টি উইকেট শিকার করেছেন। এই দশকে এমন পারফরম্যান্স আর কোন অলরাউন্ডার দেখাতে পারেন নি।
ক্রিকেট অস্ট্রেলিয়া’র ওডিআই দলে জায়গা পেলেও টেস্ট দলে জায়গা হয় নি সাকিব আল হাসানের। শুধু সাকিব আল হাসান নয়, ফক্স স্পোর্টসের দশক সেরা টেস্ট একাদশে থাকা মুশফিকুর রহিম সহ অন্য কোন বাংলাদেশি ক্রিকেটার কে বিবেচনায় আনে নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক এবং উইকেটরক্ষক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট এবং লাসিথ মালিঙ্গা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা টেস্ট একাদশ:
অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, বেন স্টোকস, ডেল স্টেইন, নাথান লায়ন এবং জেমস অ্যান্ডারসন।
সাকিবকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয় :
“এই দশকে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি, বাংলাদেশের তারকা খেলোয়াড় – যিনি দুর্ভাগ্যক্রমে এই বছরের শুরুর দিকে একটি দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত হয়ে পড়েন – তিনি সর্বোচ্চ মানের একজন প্রকৃত অলরাউন্ডার। তিনি এই দলের অন্য ব্যাটসম্যানদের স্ট্রাইক পাওয়ার অধিকারী নাও হতে পারেন, তবে তিনি বাংলাদেশ দলে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্মার ছিলেন, যা তাকে গত দশকে অনেক সময় মূল্যবান সমর্থন দিয়েছিল। তার শক্তিশালী বাম-আর্ম স্পিন এবং সে একজন শক্তিশালী মনের অধিকারী।”